CBI on RG Kar Probe: 'আরজি কর কাণ্ডে ৫ তারিখ ভালো খবর আসতে পারে বলে জানিয়েছে CBI'
Updated: 01 Sep 2024, 11:44 AM ISTআরজি করে চিকিৎসক খুনের ঘটনার তদন্তে সিবিআই যে ঠিক কতদূর এগিয়েছে, তা নিয়ে সংশয় রয়েছে মানুষের মনে। এই আবহে 'চাপে থাকা' শাসকদলও নিজেদের ওপর থেকে চাপ সরিয়ে সিবিআই-এর ওপরে চাপ সৃষ্টির চেষ্টা করছে।
পরবর্তী ফটো গ্যালারি