Traffic Restrictions in Kolkata today: আজ কলকাতায় কী কী গাড়ি চলবে না? কোন কোন রাস্তায় ঘোরানো হবে গাড়ি? দেখে নিন আগেই Updated: 21 Jul 2024, 06:01 AM IST Ayan Das একুশে জুলাইয়ে তৃণমূল কংগ্রেসের কর্মসূচির জন্য আজ কলকাতায় একাধিক গাড়ি চলতে দেওয়া হবে না। কোন কোন রাস্তায় গাড়ি ঘুরিয়ে দেওয়া হবে, কোথায় কোথায় গাড়ি দাঁড়াতে পারবে না, সেটার পূর্ণাঙ্গ তালিকা দেখে নিন। আর সেইমতো নিজের পরিকল্পনা করে নিন।