Court on Salary of WB Govt Teacher: প্রাপ্য আটকে বছরের পর বছর, অবশেষে সরকারি শিক্ষকের পক্ষে বড় রায় আদালতের Updated: 02 Aug 2024, 12:20 PM IST Abhijit Chowdhury শিক্ষক হিসেবে নিয়োগের সময় শিক্ষাগত যোগ্যতা ছিল স্নাতক। তবে চাকরিতে যোগ দিয়েই স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছিলেন সেই শিক্ষক। তবে যোগ্যতা অনুযায়ী বেতন পেতেন না। দীর্ঘ ২০ বছর বঞ্চনার শিকার হয়ে অবশেষে আদালতে যান তিনি। সেখানেই পেলেন বড় জয়।