ম্যাক্সওয়েলের অপরাজিত ২০১ রানের ইনিংস দেখে একেবারে মুগ্ধ সচিন তেন্ডুলকর। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলা ম্যাক্সির এই ইনিংসকে তাঁর জীবনে দেখা সেরা এক দিনের ম্যাচের ইনিংস বলে দাবি করেছেন সচিন। আর হবে নাই বা কেন, এদিন যে ক্রিকেট ব্যাট হাতে রূপকথার গল্প লিখেছেন ম্যাক্সওয়েল।