Deputy Speaker: লোকসভায় ডেপুটি স্পিকার পদ খালি ৫ বছর ধরে, প্রক্রিয়া শুরু নিয়ে সাসপেন্স রাখছে BJP শিবির
Updated: 26 Jun 2024, 07:35 PM IST Sritama Mitra 26 Jun 2024 politics on deputy speaker’s post, suspense over deputy speaker post, deputy speaker post election, opposition, রাজনীতি, বিরোধী, ডেপুটি স্পিকার পদ, লোকসভা, বিজেপি, এনডিএজমি ছাড়ছে না কেউই? ডেপুটি স্পিকার পদ ঘিরে N... more
জমি ছাড়ছে না কেউই? ডেপুটি স্পিকার পদ ঘিরে NDA-বিরোধী টানটান সাসপেন্স!
আর্টিক্যাল ৯৫(১) অনুযায়ী, চেয়ারে যখন স্পিকার থাকেন না, তখন তাঁর দায়িত্বভার সামলান ডেপুটি স্পিকার। গত ১৭ তম লোকসভায় ডেপুটি স্পিকার পদে কেউ আসীন ছিলেন না। ৬ থেকে ১৬ তম লোকসভার আগে পর্যন্ত ডেপুটি স্পিকার পদে বসেছেন বিরোধীপক্ষের কেউ। সদ্য ১৮ তম লোকসভায় স্পিকার পদে নির্বাচিত হয়েছেন বিজেপি সাংসদ ওম বিড়লা। এবার বিরোধী, এনডিএ দুইপক্ষের ফোকাসেই ডেপুটি স্পিকার পদ। প্রশ্ন উঠছে কবে এই ডেপুটি স্পিকার পদের নিয়োের প্রক্রিয়া শুরু হতে পারে? এই ইস্যুতে কী কী উঠে এল দেখা যাক।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি