ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন। এর আগে নিজেদের দাবি নিয়ে আরও সুর চড়াচ্ছেন সরকারি কর্মীরা। এই আবহে লোকসভা নির্বাচনের আগে শাসকদলের বিরদ্ধে আরও তীব্র আন্দোলনের হুঁশায়িরা দেওয়া হয়েছে। দাবি না মানা হলে, সরকার পক্ষকে 'উচিত শিক্ষা দেওয়া হবে' বলেও আক্রণ শানিয়েছেন কর্মীরা।