মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনের ঝাঁঝ কলকাতার পারদের সঙ্গে পাল্লা দিয়ে। তীব্র গরমের মধ্যেও ধরনা জারি রেখেছেন আন্দোলনকারীরা। এরই মাঝে সাম্প্রতিককালে আলোচনায় বসার একটি উল্লেখযোগ্য 'পরামর্শ' দিয়েছিল কলকাতা হাই কোর্ট। তবে সেই পরামর্শ অগ্রাহ্য করে বৈঠকের জন্য আহ্বান জানানো হয়নি বলে দাবি ডিএ আন্দোলনকারীদের।