What to do if Credit Card lost: ক্রেডিট কার্ড হারালে বা চুরি গেলে কী করবেন? কার্ডের অপব্যবহার হলে নেবেন কোন পদক্ষেপ?
Updated: 21 Nov 2022, 09:12 AM IST Abhijit Chowdhury 21 Nov 2022 credit card, credit card lost, ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড চুরি গেলে কী করবেনবর্তমান যুগে ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমাগত বাড়ছে। ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার ক্ষেত্রে লোকেরা অনেক সুবিধা পেয়ে থাকেন। একই সময়ে, লোকেরা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রচুর অফারও পান। ক্রেডিট কার্ডে আপনার হয়ে ব্যাঙ্ক আগাম টাকা পরিশোধ করে দেয়। পরবর্তীতে আপনাকে সেই টাকা ব্যাঙ্ককে দিতে হয়। তবে এই ক্রেডিট কার্ড হারিয়ে গেলে কী হবে? কোনও অসাধু ব্যক্তি আপনার নামে টাকা খরচ করতে পারে। এবং পরবর্তীকালে আপনাকে সেই টাকা পরিশোধ করতে হবে ব্যাঙ্ককে। এই আবহে ক্রেডিট কার্ড হারিয়ে গেলে বা চুরি গেলে নিরাপদ থাকতে কী করবেন?
পরবর্তী ফটো গ্যালারি