বাংলা নিউজ > ঘরে বাইরে > Zomato ₹7200 Mushroom Controversy: ২৯-এ মিলল '৩০ তারিখে প্যাকেজড' মাশরুম! জোমাটো CEO বললেন - 'মাত্র ৭২০০ টাকার…'
পরবর্তী খবর
গত ২৯ অক্টোবর জোমাটোর 'হাইপারপিওর' গোডাউনে ৯০টি মাশরুমের প্যাকেট মিলেছিল, যাতে কি না লেখা ছিল 'প্যাকেজিং ৩০ অক্টোবর'। অর্থাৎ, দিন আসার আগেই সেই তারিখের প্যাকেজিংয়ের লেবেল সাঁটিয়ে দেওয়া হয়েছিল। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছিল। এহেন বিতর্কের আবহে এবার মুখ খুললেন জোমাটো প্রধান দীপিন্দর গোয়েল। স্পষ্ট জানিয়ে দিলেন, উল্লেখিত মাশরুমের প্যাকেটগুলিতে ভুলবশত সেই তারিখ প্রিন্ট করা হয়েছিল। এবং সেই ভুল হয়েছিল সরবরাহকারীর দিক থেকে। পাশাপাশি তাঁর আরও দাবি, সময়মতো বিষয়টি তাদের নজরে আসতেই সেই মাশরুমের প্যাকেটগুলি সরাতে উদ্যত হয়েছিল তারা। তাও এ নিয়ে বিতর্ক হওয়ায় নাকি তিনি 'হতবাক'। (আরও পড়ুন: দেশের সবচেয়ে বড় IPO কবে আনছে জিও? বাজারে আসবে রিলায়েন্স রিটেলের শেয়ারও)