বিতর্কের মুখে হৃতিক রোশনের বিজ্ঞাপন চালানো হচ্ছে না বলে দাবি করল জোম্যাটো। সেইসঙ্গে ফুড ডেলিভারি সংস্থার তরফে দাবি করা হল, বিজ্ঞাপনে যে ‘মহাকাল’-র উল্লেখ করা হয়েছে, তা আদতে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর একটি রেস্তোরাঁ। শ্রী মহাকালেশ্বর মন্দিরের কথা বলা হয়নি।
‘হিন্দুস্তান টাইমস’-র প্রতিবেদনের প্রেক্ষিতে জ্যোমাটোর তরফে একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, উজ্জয়িনীর মহাকাল রেস্তোরাঁকে বিজ্ঞাপনে ‘মহাকাল' হিসেবে উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, 'উজ্জয়িনীর নির্দিষ্ট পিন কোডে হৃতিক রোশন অভিনীত বিজ্ঞাপন চালানো হয়েছিল। তাতে মহাকাল রেস্তোরাঁর থালির কথা বলা হয়েছিল এবং পবিত্র শ্রী মহাকালেশ্বর মন্দিরের কথা বলা হয়নি।'
সম্প্রতি জোম্যাটোর একটি বিজ্ঞাপন বয়কটের দাবি তোলেন শ্রী মহাকালেশ্বর মন্দিরের দুই পুরোহিত। তাঁরা দাবি করেন, অবিলম্বে জোম্যাটোর বিজ্ঞাপন তুলে নিতে হবে এবং ক্ষমা চাইতে হবে ফুড ডেলিভারি সংস্থাকে। বিষয়টি নিয়ে উজ্জ্বয়িনীর জেলাশাসক তথা মহাকালেশ্বর মন্দির ট্রাস্টের চেয়ারম্যান আশিস সিংয়ের দ্বারস্থ হন। তাঁরা দাবি করেন, জোম্যাটোর বিজ্ঞাপন বিভ্রান্তিকর। মন্দির থেকে বিনামূল্যে 'প্রসাদ' দেওয়া হয়। 'প্রসাদ' বিক্রি করা হয়।
আরও পড়ুন: বাবা দুর্ঘটনায় জখম, সংসার টানতে Zomato'র ডেলিভারি বয় সাত বছরের কিশোর