'যোগীই সবচেয়ে বড় ভোগী' মন্তব্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে পাল্টা বিঁধলেন বিজেপি নেতৃত্ব। তাঁদের মতে, দাঙ্গাকারীদের লালন-পালন করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুর্শিদাবাদে অশান্তির ঘটনার কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের হারদোইয়ের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
তিনি বলেন, বাংলা জ্বলছে। মুখ্যমন্ত্রী নীরব বসে রয়েছেন। তিনি দাঙ্গাকারীদের শান্তিদূত বলছেন।' যোগী আরও বলেছেন যে লাঠিই দাঙ্গাকারীদের একমাত্র চিকিৎসা, কারণ বোঝাতে গিয়ে তিনি হিন্দি প্রবাদ তুলে বলেছেন, 'লাথো কা ভূত বাতো সে কাঁহা মাননেওয়ালা হ্যায়।' এরপর আরও এক হাত নিয়ে যোগী বলেন 'ধর্মনিরপেক্ষতার নামে দাঙ্গাকারীদের যথেচ্ছ স্বাধীনতা দেওয়া হয়েছে। সরকার নীরব। এই ধরনের নৈরাজ্য নিয়ন্ত্রণ করা উচিত।'
বুধবার নেতাজি ইন্ডোরে ইমাম, মোয়াজ্জেনদের সভা থেকে যোগী আদিত্যনাথকে সবথেকে বড় ভোগী বলে পাল্টা কটাক্ষ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মহাকুম্ভে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন,'যোগী বড় বড় কথা বলছেন৷ যোগীই সবথেকে বড় ভোগী। মহাকুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে? কত মানুষ আহত হয়েছেন? কোনও তালিকা আপনি মানুষের সামনে এনেছেন? বড় বড় কথা বলছেন। এনকাউন্টার করে কত মানুষকে মেরেছেন?কাউকে একটা মিছিল করতে দেন না। মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রেখেছেন। বাংলায় তো স্বাধীনতা আছে।' মুখ্যমন্ত্রী আরও বলেন, সিপিএম, কংগ্রেস, এসইউসি এমন কি অতি বামেরাও মিছিল করে। আর বিজেপির তো অনুমতি লাগে না, ওদের অনুমতি অন্য জায়গা থেকে চলে আসে।
এরপরেই বাংলার মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব দিতে আসরে নামে বিজেপি। এনডিটিভি-কে উত্তরপ্রদেশ বিজেপির মুখপাত্র রাকেশ ত্রিপাঠী বলেন, 'যোগী দাঙ্গাকারীদের সম্পর্কে মন্তব্য করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ হয়নি কারণ তিনি এই দাঙ্গাকারীদের লালন-পালন করেছিলেন। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশকে দাঙ্গামুক্ত করেছেন। তাই মমতার মন্তব্য ভিত্তিহীন। তিনি উত্তরপ্রদেশ মডেল থেকে শিক্ষা নিতে পারেন।' অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার বলেছেন, যোগী আদিত্যনাথের উচিত এই রাজ্যে এসে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়ে যাওয়া।তিনি আরও বলেন,'বাংলার অনাচারের বিরুদ্ধে কথা বলার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই। বাংলায় আসার জন্য আমি জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনকে ধন্যবাদ জানাই।'