Writer's Comment on Ram's Alcohol Drinking: 'সীতার সঙ্গে বসে মদ খেতেন, আদর্শ হতে পারেন না রাম', বিতর্কিত মন্তব্য লেখকের
1 মিনিটে পড়ুন Updated: 22 Jan 2023, 04:27 PM ISTহিন্দু ধর্মাবলম্বীদের অনেকেই দাবি করে থাকেন, রাম অযোধ্যায় ১১ হাজার বছর ধরে রাজত্ব করেছিলেন। তবে এই দাবি 'অসম্ভব' বলে দাবি করেন লেখক। কেএস ভগবান বলেন, 'আমরা যদি বাল্মিকীর রামায়ণের উত্তরা খণ্ডটি ভালো করে পড়ি, তাহলেই জানতে পারব যে, ১১ হাজার বছর নয়, রাম অযোধ্য়ায় রাজত্ব করেছিলেন মাত্র ১১ বছর। এবং রামায়ণের এই অংশ থেকেই প্রমাণিত হয়ে যায় যে রাম কখনই একজন আদর্শ পুরুষ হতে পারেন না।'
কন্নড় লেখক কেএস ভগবান