পরীক্ষা কেন্দ্রে দেরি পৌঁছেছিলেন পরীক্ষার্থী। ফলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। তখন কেন্দ্রের গেট বন্ধ থাকায় পরীক্ষার্থী যা করলেন তাতে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। গেটের নিচ দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেন পরীক্ষার্থী। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। এক তরুণীকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য গেটের নিচ দিয়ে যেতে দেখা যায়। এই ঘটনায় সময়ানুবর্তিতা নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে এবং কেউ কেউ পরীক্ষায় অনুপস্থিত হওয়া এড়াতে কতটা সময় নেওয়া উচিত? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুন: শিশু কোলে নিয়ে মাধ্যমিক পরীক্ষা নয়, নকল রুখতে নির্দেশ পর্ষদ সভাপতির
এই ঘটনার ভিডিয়ো ‘apna_nawadah’ নামে একজন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। ভিডিয়োতে দেখা যায়, পরীক্ষা কেন্দ্রের গেট বন্ধ হয়ে যাওয়ায় তরুণী একটি গেটের নিচ দিয়ে হামাগুড়ি দিচ্ছেন। আর তাকে ভিতরে ঢোকার জন্য সাহায্য করছেন অন্যরা। পরীক্ষা কেন্দ্রে ঢোকার জন্য তরুণী যেভাবে সংকীর্ণ ফাঁক গলেই ভিতরে যাওয়ার চেষ্টা করেছেন নেটিজেনদের অনেকের কাছেই হাস্যকর এবং অবিশ্বাস্য বলে মনে হয়েছে।
ঘটনাটি বিহারের নওয়াদা বাজারের একটি পরীক্ষা কেন্দ্রের। একদল পড়ুয়া দেরিতে পৌঁছলে এই ঘটনা ঘটে। এই পড়ুয়াদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। একাধিক প্রচেষ্টার পরেও তাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেন আধিকারিকরা। এই ঘটনায় নিয়মের এই কঠোরতা এই ধরনের সমস্যাগুলি এড়াতে সময়মতো পৌঁছানোর গুরুত্ব তুলে ধরে।