Women Bodybuilders in front of Hanuman: BJP-র আয়োজনে হনুমান মূর্তির সামনে মহিলাদের বডি-বিল্ডিং পোজ,গঙ্গাজল ছেটাল কংগ্রেস
1 মিনিটে পড়ুন Updated: 07 Mar 2023, 08:40 AM ISTমধ্যপ্রদেশে বিজেপি নেতার আয়োজিত বডি বিল্ডিং প্রতিযোগিতা ঘিরে জোর বিতর্ক। কংগ্রেস অনুষ্ঠানস্থলে গিয়ে গঙ্গাজল ছিটিয়ে দিয়ে এসেছে। এদিকে বিজেপি পালটা অভিযোগ করেছে, কংগ্রেস চায় না যে খেলার ক্ষেত্রে মহিলারা এগিয়ে যাক।

মধ্যপ্রদেশে বিজেপি নেতার আয়োজিত বডি বিল্ডিং প্রতিযোগিতা ঘিরে জোর বিতর্ক।