গুজরাটে জাগুয়ার যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মরদেহ শুক্রবার হরিয়ানার রেওয়ারি জেলার মাজরা ভালখি গ্রামে পূর্ণ সামরিক মর্যাদায় দাহ করা হয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের মরদেহ রেওয়ারিতে আনা হয়, সেখান থেকে তার নিজের গ্রামে নিয়ে যাওয়া হয়। নিহত পাইলটের প্রতি শ্রদ্ধা জানাতে হাতে তেরঙ্গা নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন বহু প্রাক্তন সেনাকর্মী-সহ বহু মানুষ। আইএএফ অফিসারের মৃতদেহ বহনকারী গাড়িটি পাশ দিয়ে যাওয়ার সময় তারা ফুলের পাপড়ি বর্ষণ করে। শেষকৃত্যের সময় সিদ্ধার্থের বাগদত্তা সোনিয়াও উপস্থিত ছিলেন। (আরও পড়ুন: আরও বড় ধস মার্কিন শেয়ার বাজারে, ডাও জোনসে পতন ২২৩১ পয়েন্ট, নাসডাক পড়ল ৫.৮২%)
আরও পড়ুন: '...যথেষ্ট আন্তরিক', মোদী-ইউনুসের ৪০ মিনিটের বৈঠকে 'আনন্দ পেয়েছে' BNP
শহিদ সিদ্ধার্থের দেহ দেখে তাঁর বাগদত্তা হাউমাউ করে কাঁদতে থাকেন। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, 'ওই বাবু তুমি আমাকে নিতে এলে না। তুমি বলেছিলে আমি তোমাকে নিতে আসবে।' তাঁর সেই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। উল্লেখ্য, গত ৩ এপ্রিল রাতে জামনগর বায়ুসেনা ঘাঁটির কাছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় ২৮ বছরের সিদ্ধার্থ যাদবের। দুর্ঘটনার মাত্র ১০ দিন আগেই বাগদান সম্পন্ন হয়েছিল সিদ্ধার্থ এবং সোনিয়ার। চলতি বছরের নভেম্বরে তাঁদের বিয়ে করার কথা ছিল বলে তার পরিবার জানিয়েছে।