বাংলায় শাসকদলের তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের নানা কথা শোনা যায়। এবার মধ্যপ্রদেশের বিজেপির অন্দরের দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে। সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সামনে এসেছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে এক বিজেপি কর্মী দলের জেলা সভাপতির ব্যানারটিকে ছিঁড়ে রাস্তায় ফেলছেন। তার উপরই তিনি প্রস্রাব করেন বলে অভিযোগ। এই ভিডিয়ো সামনে আসতেই শোরগোল। তবে আপাতত ওই বিজেপি নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল। তাকে ৬ বছরের জন্য প্রাথমিক সদস্যপদও কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ।সম্প্রতি মেহগাঁও জনপদ পঞ্চায়েতের জেলা সভাপতি হিসাবে নিযুক্ত হন দেবেন্দ্র সিং নরওয়ারিয়া। তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন জায়গায় ব্য়ানার টাঙাতে হয়। আর সেই ব্যানার নামিয়েই তাতে প্রস্রাব করে দিলেন অপর বিজেপি নেতা। তিনি আবার সহ সভাপতি পদেও ছিলেন। তাঁর নাম শৈলেন্দ্র সিং ভাদুরিয়া। ভিডিয়োতে দেখা যাচ্ছে টোলপ্লাজার কাছেই জেলা সভাপতির ছবি দেওয়া ব্য়ানার টাঙানো হয়েছিল। আর সেটাই টেনে নামিয়ে ফেলেন শৈলেন্দ্র। এরপরই তিনি সেটির উপর প্রস্রাবও করে দেন। আর সেই ঘটনা ভিডিয়ো করে ফেলেন কেউ। সেই ভিডিয়ো ভাইরাল হতেই হতবাক দলীয় নেতৃত্ব। তাঁর কাছ থেকে আপাতত ৬ বছরের জন্য় দলের প্রাথমিক সদস্য়পদও কেড়ে নেওয়া হয়েছে। এটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।অনেকে আবার এই ঘটনায় বাংলার সঙ্গে তুলনা করছেন। যেখানে তৃণমূলের অন্দরে প্রকাশ্যে কাদাছোঁড়াছুড়ির পরেও কোনও ব্যবস্থা নেওয়া হয় না। মধ্যপ্রদেশের গেরুয়া শিবিরে অবশ্য অন্য ছবি।