ভিডিয়োটি ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটের। ককপিটের বাইরে একজন যাত্রী এবং পাইলটকে ঝগড়া করতে দেখা যায় সেই ভিডিয়োতে। অভিযোগ, সেই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন।
বিমানে ককপিটের বাইরে খোদ পাইলটের সঙ্গে বচসা যাত্রীর
স্কাইনিউজের মতে, ভিডিয়োটি ভার্জিন অস্ট্রেলিয়ার একটি ফ্লাইটের। ককপিটের বাইরে একজন যাত্রী এবং পাইলটকে ঝগড়া করতে দেখা যায় সেই ভিডিয়োতে। দুই জনের বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। সেই সময় এক যাত্রী এবং একজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে দেখা যায় সেই দুজনকে একে অপরের থেকে দূরে নিয়ে যেতে। পাইলট অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে বেরোনোর দরজার দিকে ঠেলে দেন। পরে বিমানসেবিকাও সেই অভিযুক্ত যাত্রীকে বিমান থেকে ধাক্কা দেন।
জানা যায়, পাইলট সেই যাত্রীকে প্লেন থেকে নেমে যেতে বললেও প্রাথমিক ভাবে সেই যাত্রী নামতে চায়নি। এরপরই বচসা শুরু হয়। পরে তা হাতাহাতি, ধাক্কাধাক্কির পর্যায়ে গিয়ে পৌঁছায়। প্লেন থেকে যে যাত্রীকে নামিয়ে দেওয়া হয়, তার বিষয়ে সহযাত্রীরা বলেন, প্লেন টেকঅফ করার আগেই অত্যাধিক মদ খেয়ে ফেলেছিলেন সেই ব্যক্তি। এদিকে বিমান সংস্থা ভার্জিনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, 'যাত্রী এবং ক্রুদের নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের অগ্রাধিকার এবং ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইটে যেকোনও ধরনের অনিয়মিত আচরণের ক্ষেত্রে অসহনশীল। ঘটনাটি নিয়ে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বা রাজ্য পুলিশের কাছে অভিযোগ করা হবে।'