আজ অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠাকে কেন্দ্র করে সারা দেশে উৎসবের মেজাজ। টিভি বা মোবাইলের পর্দায় চোখ রেখে সরাসরি সম্প্রচার দেখছেন গোটা দেশবাসী। আর তার ঠিক আগেই মুম্বইয়ের মীরা রোডে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটল। শ্রী রামের নামের পতাকা লাগানো থাকা যানবাহন লক্ষ্য করে হামলা চালাল দুষ্কৃতীরা। সেগুলিকে লক্ষ্য করে পাথর ছুড়ে মারার অভিযোগ উঠল। ভাঙচুরের সময় দুষ্কৃতীরা ধর্মীয় স্লোগান দেয় বলে জানা গিয়েছে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: অযোধ্যায় নেই আডবাণী, প্রাণপ্রতিষ্ঠার দিনে থাকলেন না রামমন্দির আন্দোলনের ‘সারথি’
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। এর পরের দিন আজ সোমবার সকালে এলাকায় পতাকা মিছিল করেন বহু মানুষ। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল বলে জানিয়েছে পুলিশ। ডিসিপি জয়ন্ত বাজবেলে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, রামের পতাকা লাগিয়ে তিন থেকে চারটি গাড়িতে করে হিন্দু সম্প্রদায়ের মানুষজন যাচ্ছিল। সেই সময় অপর সম্প্রদায়ের কিছু মানুষের সঙ্গে তাদের বচসা বাঁধে। তার করে গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়ে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। সেখান থেকে পাঁচজনকে গ্রেফতার করা গিয়েছে। এছাড়া আরও কে কে এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ। ডিএসপি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। নয়া নগর থানার পুলিশ পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তাদের গ্রেফতার করেছে এবং বিষয়টি তদন্ত শুরু করেছে।