Uttarakhand Tunnel Rescue Op: রাতেই পাথর ফুঁড়ে 'হাফ সেঞ্চুরি', আর মাত্র ৫ মিটার দূরে টানেলে অপেক্ষা করছেন ৪১ শ্রমিক
2 মিনিটে পড়ুন Updated: 28 Nov 2023, 09:02 AM ISTমাইক্রো টানেলিং বিশষজ্ঞ ক্রিস কুমার বলেন, 'গতকাল রাতে কাজ বেশ ভালো গতিতে কাজ এগিয়েছে। আমরা ৫০ মিটার অতিক্রম করে ফেলেছি ইতিমধ্যেই। এখন আর মাত্র ৫ থেকে ৬ মিটার যেতে হবে আমাদের। গতরাতে আমাদের কোনও সমস্যায় পড়তে হয়নি।'
ম্যানুয়াল ড্রিল চলছে উত্তরকাশীর টানেলে