Blinken on Jhumpa Lahiri: 'সিঙ্গারা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি', মোদীকে বললেন ব্লিনকেন
1 মিনিটে পড়ুন Updated: 24 Jun 2023, 11:14 AM ISTBlinken on reading Jhumpa Lahiri's Novel: মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন বলেন, 'আমেরিকায় আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে ভারত। আমরা সামোসা খেতে খেতে ঝুম্পা লাহিড়ীর উপন্যাস উপভোগ করি।' উল্লেখ্য, বাঙালি এই লেখকের জন্ম হয়েছিল লন্ডনে। তবে বর্তমানে তিনি আমেরিকাতেই থাকেন।
নরেন্দ্র মোদী এবং অ্যান্টনি ব্লিনকেন