শুল্ক ইস্যুতে ভারতকে বারংবার তুলোধনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি তিনি দাবি করেছিলেন, মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানোর কথা দিয়েছে ভারত। যদিও মোদী সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আলোচনা চলছে। তবে ওয়াশিংটনকে কোনও প্রতিশ্রুতি দেয়নি দিল্লি। এরই মাঝে আজ একবার ফের দিল্লিকে শুল্ক নিয়ে তোপ দাগল ওয়াশিংটন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ভারতের উচ্চ হারে ধার্য শুল্কের প্রসঙ্গ তোলেন। (আরও পড়ুন: মৃত ৩০, মান বাঁচাতে মিথ্যা বলে পাক সেনা? ট্রেন হাইজ্যাক কাণ্ডে বড় দাবি বালোচদের)
আরও পড়ুন: ভারতে স্টারলিংক ইন্টারনেট আনতে এয়ারটেলের পর স্পেসএক্সের সঙ্গে চুক্তি জিও-র
ক্যারোলিন বলেন, 'মার্কিন মদের ওপর ১৫০ শতাংশ শুল্ক ধার্য করে ভারত। এর ফলে কেন্টাকির বোরবন হুইস্কি রফতানির করা কঠিন হয়ে পড়ে ভারতে। আমাদের কৃষিপণ্যের ওপর ভারত ১০০ শতাংশ শুল্ক আরোপ করে।' এর আগে লাগাতার ভারতীয় শুল্ক নিয়ে নেতিবাচক মন্তব্য করে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই সব মন্তব্য এমন এক সময় করছেন, যখন ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল নিজে ওয়াশিংটন সফরে ছিলেন। মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লাটনিকের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে কথাবার্তা বলছিলেন পীযূষ গোয়েল। এর আগে সম্প্রতি মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময়ও ভারতের শুল্ক ইস্যু নিয়ে সরব হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড যেখানে চাইছেন যে কৃষি ক্ষেত্রে আমেরিকাকে যাতে ভারত তাদের বাজারে প্রবেশাধিকার দেয় এবং শুল্ক কমায়। সেখানে ট্রাম্প ভিনদেশ থেকে আসা কৃষিপণ্যকে 'নোংরা' আখ্যা দিয়ে আক্রমণ শানিয়েছিলেন। (আরও পড়ুন: চালাতে না পারলেও টুকটুকে লাল রঙের টেসলা কিনলেন ট্রাম্প, গাড়িটির দাম কত জানেন?)
আরও পড়ুন: শুল্ক যুদ্ধে US-কে জমি ছাড়বে না কানাডা, লড়াই এবার ব্যবসায়ী বনাম অর্থনীতিবিদের
এদিকে সম্প্রতি মার্কিন বোরবন হুইস্কির ওপর শুল্ক কমিয়েছে ভারত। এর আগে মার্কিন বোরবন হুইস্কির ওপর ১৫০ শতাংশ শুল্ক আরোপ করছিল ভারত। তা এবার ৫০ শতাংশ কমিয়ে ১০০ শতাংশ করা হয়েছে। এর ফলে জনপ্রিয় মার্কিন ব্র্যান্ড জিম বিমের দাম কমতে পারে ভারতে। এদিকে গত ১৩ ফেব্রুয়ারি এই শুল্ক কমানোর নির্দেশিকা জারি করা হয়েছে। এর আগে এবারের বাজেটে মোটরসাইকেলের ওপরে শুল্ক কমায় ভারত। এর ফলে মার্কিন ব্র্যান্ড হারলে ডেভিডডসনের আমদানির ক্ষেত্রে ভারতে আরও ১০ শতাংশ শুল্ক কমেছে। উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে ভারত হারলে ডেভিডসনের ওপরে ৫০ শতাংশ শুল্ক কমিয়েছিল। আর এবারের বাজেটে তা আরও কিছুটা কমানো হয়।