মার্কিন সংস্থা অ্যাস্ট্রোবটিক্সের পেরেগ্রিন ল্যান্ডারের চাঁদে সফল অবতরণের 'কোনও সম্ভাবনা নেই' বলে জানিয়ে দেওয়া হল মঙ্গলবারেই। এর আগে উৎক্ষেপণের কয়েক ঘণ্টা পরই মহাকাশযানে বিপদের মুখোমুখি হয়েছিল পেরেগ্রিন মহাকাশযানটি। তখনই প্রায় স্পষ্ট হয়ে গিয়েছিল চিত্রটা। আর মঙ্গলবার অ্যস্ট্রোবটিক্স অকপটে স্বীকার করে নিল, চাঁদে সফট ল্যান্ডিং করা সম্ভব হবে না তাদের পেরেগ্রিন ল্যান্ডারের পক্ষে। উল্লেখ্য, এই মিশনের মাধ্যমে প্রায় পাঁচ দশক পর চাঁদের মাটিতে পা রাখার চেষ্টায় ছিল আমেরিকা। (আরও পড়ুন: এবার বিমানে পছন্দের আসন পেতে খসাতে হতে পারে অতিরিক্ত ২০০০ টাকা! জানাল ইন্ডিগো)
আরও পড়ুন: উপকূলের ৩০ কিমি দূরে বঙ্গোপসাগরের এই জায়গা থেকে প্রথমবার তেল উত্তোলন ONGC-র
উল্লেখ্য, পেরেগ্রিনের হাত ধরে দীর্ঘ ৫০ বছর পর ফের একবার চাঁদে পা রাখার স্বপ্ন দেখছিল আমেরিকা। এই আবহে চাঁদে অবতরণ করানোর জন্য বেসরকারি সংস্থার একাধিক পেলোড সহ মহাশূন্যে উড়ে গিয়েছিল পেরেগ্রিন লুনার ল্যান্ডার। তবে মহাকাশে মহা বিপদের মুখে পড়ে এই মহাকাশযান। তাই ৫০ বছরে প্রথমবার আমেরিকার চাঁদে পা রাখার স্বপ্ন নিয়ে সংশয় দেখা দেয়। আর মঙ্গল রাতে মার্কিন সংস্থাটি জানিয়ে দেয়, সেই সংশয়ই আদতে সত্যি হতে চলেছে। প্রসঙ্গত, ভলকান নামের মহাকাশযানে করেই চাঁদের উদ্দেশে পাড়ি দেয় পেরেগ্রিন ল্যান্ডার। উৎক্ষেপণের ৩০ মিনিট পর জানানো হয়েছিল, মহাকাশে এই যান স্থিতিশীল অবস্থায় আছে। তা পৃথিবীকে প্রদক্ষিণ করেছে। তবে এর কিছু পরেই যান্ত্রিক কিছু গোলযোগ দেখা দেয় এই মহাকাশযানে। জানা যায়, পেরেগ্রিনের সোলার প্যানেলে কিছু সমস্যা দেখা দিয়েছে।