উত্তরপ্রদেশের একজন ব্যক্তি কারাগারের বাইরে নাচের সাথে তার জেল মুক্তি উদযাপন করেছেন, ভিডিয়ো ভাইরাল ইন্টারনেটে।
উত্তরপ্রদেশের এক জেল থেকে রেহাই পেয়েই এইভাবে ব্রেকডান্সে মেতে ওঠেন এই যুবক।
৯ মাস ছিলেন জেলবন্দি। আর জেল থেকে বেরিয়েই তুলকালাম নাচ! ব্রেক ডান্সে মেতে জেল থেকে রেহাইয়ের আনন্দ উদযাপন করলেন যুবক। আর তাঁর নাচ শেষ হতেই করতালি দিতে দেখা যায় পুলিশকে। উপস্থিত পুলিশকর্তাদের অবাক করে ওই যুবক জেল থেকে বেরিয়ে গেটের সামনেই ব্রেক ডান্সে মেতে ওঠেন। তাঁর ব্রেক ডান্সের স্টাইল, তাঁর এই উদযাপনে ইন্টারনেট মাতোয়ারা।
ভিডিওটি, যা সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে গেছে, দেখায় যে যুবক একটি ফ্রিস্টাইল নাচে মাত করে চলেছেন, তারপরে ব্রেকডান্সিংয়ে একটি চিত্তাকর্ষক রূপান্তর ঘটে। তিনি যখন সঙ্গীতের তালে মেতে ওঠেন, উপস্থিতি পুলিশকর্মীরা ও জেল কর্তৃপক্ষকে হাততালি দিতে দেখা যায়। আপাতদৃষ্টিতে তাঁকে স্বাধীনতা পুনরুদ্ধারের আনন্দে ভাগাভাগি করতে দেখা যায়। এই গোটা ঘটনা ঘটেছে উত্তর প্রদেশে। উত্তর প্রদেশের কনৌজে অই ঘটনা ঘটে গিয়েছে।
ক্লিপটি এখানে দেখুন:
)
কারাগারে থাকাকালীন, এটি প্রকাশ করা হয়েছিল যে শিব তার সময়কে গঠনমূলকভাবে ব্যবহার করে পড়তে এবং লিখতে শিখেছিল। একটি বিবৃতিতে, তিনি বইয়ের পাতা উল্টানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আর কখনও কোনো অপরাধ করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।
একটি ভাইরাল মুহূর্ত
শিবের নৃত্য উদযাপনের ভিডিও শেয়ার করে, কেপি পাঠক, একজন সিনিয়র সমাজবাদী পার্টি (এসপি) কর্মী, তাঁকে 'কনৌজের বিচিত্র প্রাণী' বলে উল্লেখ করেছেন। তার সোশ্যাল মিডিয়া পোস্টে পাঠক লিখেছেন, ‘জেল থেকে মুক্তি পাওয়ার আনন্দ কল্পনা করুন। এই ব্যক্তি ৯ মাস জেলে ছিলেন। আজ তিনি জেল থেকে বেরিয়ে এসেছেন। সে আনন্দে নেচে উঠছে। এটি ইউপির কনৌজের একটি অদ্ভুত প্রাণী।’ ভিডিয়ো অনলাইন হতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।