জন্মদিনের পার্টিতে ডেকে দলিত কিশোরকে নগ্ন করে মারধর করার পাশাপাশি চালানো হল নির্যাতন। তার জেরে অপমানে আত্মঘাতী হল ওই কিশোর ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বাস্তি জেলায়। এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ প্রথম দিকে এফআইআর দায়ের করতে চায়নি বলেই অভিযোগ পরিবারের। পরে পুলিশ সুপারের অফিসের সামনে পরিবারের সদস্যরা বিক্ষোভ করলে একটি মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন: ‘অতুলের ব্যাপারটা একটু দেখুন,’ রাহুল গান্ধীর কনভয়ের পাশে উঠল আওয়াজ, তারপর যা হল…
পারিবারিক সূত্রে জানা গিয়ে, এলাকায় স্থানীয় এক যুবকের জন্মদিনের পার্টি ছিল গত ২০ ডিসেম্বর। সেই উপলক্ষে ওই রাতে জন্মদিনের পার্টিতে গিয়েছিল কিশোর। সেই সময় জন্মদিনের পার্টি চলাকালীন চারজন মিলে তার ওপর নির্যাতন চালায়। মারধর করার পাশাপাশি তার কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করা হয়। এমনকী উলঙ্গ করে প্রস্রাব করানোর পাশাপাশি থুতু চাটতে বাধ্য করা হয়। আর এই পুরো ঘটনায় ভিডিয়ো রেকর্ডিং করে অভিযুক্তরা। পরে ভিডিয়োটি ভাইরাল করার হুমকি দেয় অভিযুক্তরা। যদিও কিশোর অভিযুক্তদের কাছে ভিডিয়ো ডিলিট করে দেওয়ার জন্য অনুরোধ জানায়। কিন্তু, তারা তাকে আরও অপমান করে এবং থুথু চাটতে বাধ্য করে বলে অভিযোগ পরিবারের। তাদের দাবি, চরম মানসিক আঘাত পেয়ে কিশোর বাড়ি ফিরে বাবা মাকে সবকিছু জানায়। পরে গলায় ফাঁস দিয়ে নিজের জীবন শেষ করে দেয়।