উত্তরপ্রদেশ ATS মঙ্গলবার আইএসআইএসের(ISIS) সঙ্গে যোগসাজশের অভিযোগ এক যুবককে পাকড়াও করেছে। ধৃতের নাম সাবাউদ্দিন আজমি ওরফে দিলওয়ার খান ওরফে বৈরাম খান ওরফে আজম। কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের সহযোগিতায় এটিএস আজমগড় থেকে তাকে গ্রেফতার করে। সে ভারতে আইএসআইএস নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিল বলে অভিযোগ।
তবে তার কীর্তিকলাপের কথা হতবাক করার মতোই। ওই যুবক সিরিয়ার জঙ্গি আবু বকর আল শামির সঙ্গে ফোনে যোগাযোগ রাখত বলে অভিযোগ। আইইডি আর গ্রেনেড বানাতেও সিদ্ধহস্ত সে। এমনকী ইদানিং স্ময়ং সেবক সঙ্ঘের নেতাদেরও টার্গেট করেছিল সে।
এটিএস তাকে রিমান্ডে নিয়ে জেরা করার পরিকল্পনা নিয়েছে। তবে নিখুঁত নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছিল সে, অভিযোগ এমনটাই। ফেসবুকের মাধ্যমে বিলাল নামে এক ব্য়ক্তির সঙ্গে তার পরিচয় গড়ে উঠেছিল। বিলাল সাবাউদ্দিনের সঙ্গে জেহাদের ব্যাপারে কথা বলত।
বিলাল তাকে কাশ্মীরের মুসার নম্বর দিয়েছিল। মুসা আবার আইএসআইএসের সঙ্গে যুক্ত। সিরিয়ার আবু বকর সাবাউদ্দিনকে হ্য়ান্ড গ্রেনেড, আইইডি তৈরির প্রশিক্ষণ দিয়েছিল।
ভারতে ইসলামিক আইন প্রয়োগ করা, ইসলামিক সংগঠন তৈরির ব্য়াপারে পরিকল্পনা নেওয়ার জন্য ছক কষছিল তারা।
এটিএসের দাবি সাবাউদ্দিন স্বয়ং সেবক সঙ্ঘের নেতাদের খুন করার পরিকল্পনা নিয়েছিল। এডিজি প্রশান্ত কুমার জানিয়েছেন, RRS বলে একটি ইমেল আইডিও তৈরি করেছিল সে। ফেসবুক আইডির মাধ্যমেও টার্গেট করছিল সে।