বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine War: ফিরল বিশ্বযুদ্ধের দুঃস্বপ্ন,কিয়েভ গণহত্যা নিয়ে ধোঁয়াশার মাঝে বড় দাবি পেন্টাগনের
পরবর্তী খবর
ইউক্রেনের কিয়েভের বুচা শহরে গণহত্যা ঘিরে রাশিয়ার দিকে আঙুল তুলল পেন্টাগন। এর আগে এই ঘটনায় ক্রেমলিনের দিকে আঙুল তুলেছিল ইউক্রেনও। যদিও রাশিয়া এই গণহত্যাকে ‘মঞ্চস্থ নাটক’ বলে আখ্যা দিয়েছিল। তবে বুচা থেকে উঠে আসা যেসব ছবি গোটা বিশ্ব দেখেছে তাতে শিহরিত সবাই। দেখে মনে হচ্ছে একবিংশ শতাব্দী নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে ফিরে গিয়েছে ইউক্রেন। এই আবহে ইউক্রেনে বুচা গণহত্যা নিয়ে ফের ক্রেমলিনের বিরুদ্ধে সুর চড়াল আমেরিকা। পেন্টাগনের সাফ বক্তব্য, ‘নির্দিষ্ট তথ্য না থাকলেও এটা স্পষ্ট যে বুচা গণহত্যার নেপথ্যে রাশিয়ারই হাত রয়েছে।’