বাংলা নিউজ > ঘরে বাইরে > Ukraine War: ইউক্রেনে ৪৫ ফুট লম্বা গণকবর! ‘নাটক’, বলল রাশিয়া; ‘গভীরভাবে মর্মাহত’ UN প্রধান
পরবর্তী খবর
ইউক্রেনের রাজধানীতে রুশ সেনাবাহিনীর বর্বরতা সামনে আসছে সম্প্রতি। কিয়েভের বুচা শহর থেকে হৃদয়বিদারক ছবি উঠে এসেছে গোটা বিশ্ব। বলা হচ্ছে, শহরে প্রায় ৪১০ জন সাধারণ নাগরিকের মৃতদেহ পাওয়া গিয়েছে একটি গণকবরে। একইসঙ্গে একটি ছবিও সামনে এসেছে যাতে সেনাবাহিনীর বর্বরতা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে, একটি ব্যক্তির হাত পিছন থেকে বাঁধা। তার মাথায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করছে এর রুশ সৈনিক। অপরদিকে মার্কিন সংস্থা ম্যাক্সার স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে যেখানে ৪৫ ফুট লম্বা গণকবর দেখা যাচ্ছে।