বাংলা নিউজ > ঘরে বাইরে > চড় খেলেই নাকি কমবে সুগার, ‘থেরাপি’ নিতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার
পরবর্তী খবর
চড় খেলেই নাকি কমবে সুগার, ‘থেরাপি’ নিতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার
1 মিনিটে পড়ুন Updated: 05 Dec 2023, 11:25 AM ISTSanket Dhar
Woman died for slapping: চড় খেলেই নাকি কমবে সুগার। এমনটাই বলেছিলেন থেরাপিস্ট। সেই কথা শুনে চড় খেতে গিয়েই মৃত্যু হল বৃদ্ধার।
চড় খেলেই নাকি কমবে সুগার
টাইপ ১ ডায়াবিটিসে দীর্ঘদিন ধরে ভুগছিলেন ব্রিটেনের ৭১ বছর বয়সি বয়স্কা ডানিয়েল কারকমন। রোগ সারানোর জন্য নানারকম টোটকারও খোঁজ করছিলেন তিনি। অবশেষে একটি অভিনব টোটকার খোঁজ পান তিনি। সেই টোটকা হল নিজেকে চড় মারা। ব্রিটেনের বুকেই পাইদা লাজিন থেরাপি নামে এই থেরাপি শেখানো হয়। সেই থেরাপি ঠিকমতো নিতে পারলেই নাকি রক্তের সুগার নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু পাইদা লাজিন নামের ওই থেরাপি নিতে গিয়েই কাল হল শেষে। চড়ের চোটে রীতিমতো মৃত্যু হল তাঁর।
৭১ বছর বয়সি ডানিয়েল কারকমনের মৃত্যু হয় ২০১৪ সালের ২০ অক্টোবর। ক্লিভ হাউসে তাঁর নিজের ঘরে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই ঘটনায় সরাসরি জড়িত না থাকলেও ওই থেরাপির মাথাকে অন্যতম দোষী সাব্যস্ত করেছে পুলিশ।
হোংচি শিয়াও নামক এক ব্যক্তি ছিলেন সেই থেরাপি শেখানোর দায়িত্বে। তাঁর নিজের লেখা একটি বই রয়েছে এই বিষয়ে। পাশাপাশি ব্রিটেনের বুকে একটি প্রতিষ্ঠান তৈরি করেছেন তিনি। তা হল ‘হিল ইয়োরসেল্ফ ন্যাচারালি নাও’। এর সঙ্গে নিজের থেরাপিকে বিখ্যাত করতে নিয়মিত বেশ কিছু টক শোও আয়োজন করেন তিনি। তা থেকেই তাঁর জনপ্রিয়তা বাড়তে থাকে। যা দেখে আকৃষ্ট হন ডানিয়েল।