এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দুই সন্তান হান্টার এবং অ্যাশলির সিক্রেট সার্ভিস সুরক্ষা বাতিলের ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গত জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই আগে ডেমোক্র্যাটরা বাইডেনের পুত্র এবং কন্যাকে এই নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা করেছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসতেই এই পদক্ষেপকে হাস্যকর বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। (আরও পড়ুন: রমজানের মাঝেই ইজরায়েলি হামলায় মৃত্যুমিছিল গাজায়, বয়ে গেল রক্তবন্যা)
মার্কিন প্রেসিডেন্টের অভিযোগ, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় ছুটি কাটাতে গিয়েছিলেন বাইডেন পুত্র হান্টার বাইডেন।সেই সময় তাঁর নিরাপত্তার জন্য ১৮ জন সিক্রেট সার্ভিস এজেন্ট নিযুক্ত করা হয়েছিল। অন্যদিকে, ১৩ জন এজেন্ট অ্যাশলে বাইডেনের সুরক্ষার দায়িত্বে ছিলেন। এটি অত্যন্ত হাস্যকর। হান্টার বাইডেন আর সিক্রেট সার্ভিস সুরক্ষা পাবেন না। একইভাবে, অ্যাশলে বাইডেন, যার ১৩ জন এজেন্ট রয়েছে, তাকেও তালিকা থেকে বাদ দেওয়া হবে না। অন্যদিকে সিক্রেট সার্ভিসের একজন মুখপাত্র বলেছেন, তাঁরা ট্রাম্পের সিদ্ধান্ত সম্পর্কে অবগত ছিলেন। সিক্রেট সার্ভিস প্রেসিডেন্টের নির্দেশ মেনে চলবে এবং দ্রুত এই নির্দেশ কার্যকর করতে হোয়াইট হাউসের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। (আরও পড়ুন: সচিনের সন্তানের মা হলেন ‘পাক বৌদি’ সীমা, ‘পাবজি লাভার দম্পতির’ ছেলে হল না মেয়ে?)
আরও পড়ুন: 'ভারতের অস্তিত্ব' নিয়ে BJP-কে তোপ বাংলাদেশ ইসলামি আন্দোলনের, মওলানা বললেন…
মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, প্রাক্তন প্রেসিডেন্ট এবং তাদের স্ত্রী আজীবন সিক্রেট সার্ভিস সুরক্ষা পেয়ে থাকেন। কিন্তু তাদের পরিবারের নিকটতম সদস্যদের এই সুরক্ষা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়। ট্রাম্প এবং বাইডেন উভয়ই হোয়াইট হাউস ছাড়ার আগে তাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য ছয় মাসের জন্য সিক্রেট সার্ভিস সুরক্ষার মেয়াদ বাড়িয়ে ছিলেন। তবে ট্রাম্পের এই পদক্ষেপের বিষয়ে বাইডেনের কার্যালয় থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সোমবার ট্রাম্প ঘোষণা করেছিলেন, প্রাক্তন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগে জারি করা ক্ষমা বাতিল করবেন তিনি।
আরও পড়ুন: 'লেখিকা হিসেবেও আমন্ত্রণ...', 'অক্সফোর্ড বিতর্কে' এবার নয়া দাবি মমতার সরকারের
উল্লেখ্য, নজিরবিহীনভাবে আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। কিন্তু প্রেসিডেন্ট হিসাবে মেয়াদ ফুরানোর আগে ছেলেকে ক্ষমা করে দিয়েছিলেন ডেমোক্র্যাট নেতা। বিবৃতিতে বাইডেন লিখেছিলেন, 'আজ আমি পুত্র হান্টারকে ক্ষমা করে দিলাম। আমি যে দিন প্রেসিডেন্ট পদে বসেছিলাম, বলেছিলাম আমি বিচার দফতরের কোনও সিদ্ধান্তে হস্তক্ষেপ করব না। কিন্তু দেখলাম বেছে বেছে নিয়ম না-মেনেই আমার পুত্রকে দোষী সাব্যস্ত করা হল। এর আগে একাধিকবার হোয়াইট হাউসের তরফে বলা হয়েছিল হান্টারের শাস্তি প্রসঙ্গে জো বাইডেন কোনও সিদ্ধান্ত নেবেন না।