
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ত্রিপুরার চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছিল চারদিন আগেই। সেই নির্বাচনের ফল প্রকাশ হল আজকে। এদিন আগরতলা বাদে বাকি তিন আসনেই জয়ী হয় শাসকদল বিজেপি। এদিন টাউন বড়দোয়ালী আসনে জয়ী হন বিজেপি প্রার্থী তথা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। ২০১৮ সালে বিজেপির হয়ে আশিস সাহা ওই কেন্দ্র থেকে জিতেছিলেন। তবে পরবর্তীতে তিনি দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন। পাশাপাশি বিধানসভা থেকেও পদত্যাগ করেন। এর জেরে উপনির্বাচন এই কেন্দ্রে। এই উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে মানিকের প্রতিদ্বন্দ্বী হন আশিস। তবে তিনি হেরে গেলেন উপনির্বাচনে। এই কেন্দ্রে বিজেপির ঝুলিতে যায় ১৭,১৮১টি ভোট। কংগ্রেস প্রার্থী পান ১১,০৭৭ ভোট।
এদিকে আশিস জয়ী না হলেও অপর দলবদলকারী নেতা জয়ী হলেন আগরতলায়। আগরতলা থেকে উপনির্বাচনে জয়ী হলেন কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মন। প্রাক্তন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন এ বার কংগ্রেসের টিকিটে লড়েন আগরতলা কেন্দ্র থেকে। দীর্ঘদিন বিপ্লব কুমার দেবের সঙ্গে মনোমালিন্যের কারণে শেষ পর্যন্ত দল ছেড়ে নিজের পুরোনো দল কংগ্রেসে নাম লেখান সুদীপ। দলবদলের সময় বিধায়ক পদ ছাড়েন তিনি। তাই এই কেন্দ্রের ফের নির্বাচন হয়। কংগ্রেসের হয়ে সুদীপ আগরতলায় পান ১৭,৪৩১ ভোট। বিজেপি প্রার্থী অশোক সিংহ পান ১৪,২৬৮টি ভোট।
এদিকে সুরমা এবং যুবরাজনগরেও বিজেপি সহজেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। ধলাই জেলার সুরমা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থন করছিল উপজাতি দল তিপ্রা মথাকে। বিজেপি বিধায়ক আশিস দাস তৃণমূলে যোগ দেওয়ায় আসনটি খালি হয়েছিল। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী স্বপ্না দাস অনায়াসে জিতে যান। এদিকে সিপিএম বিধায়ক রমেন্দ্র দেবনাথের মৃত্যুতে উপনির্বাচন হয় যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে। এই কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী করে মলিনা দেবনাথ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports