লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জাত তুলে আক্রমণ করেছিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। সেই মন্তব্যকে সমর্থন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপরেই বুধবার পাঞ্জাবের জলান্ধারের কংগ্রেস সাংসদ চরঞ্জিৎ সিং চান্নি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দিয়েছিলেন। এনিয়ে কংগ্রেসের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। শাসক দলের নেতাদের বক্তব্য, অনুরাগ ঠাকুরের মন্তব্য সংসদে রেকর্ডের অংশ। এছাড়াও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের যে নোটিশ আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন।
আরও পড়ুন: ‘জাতি ক্যায়সে পুছ লি?’ পুরনো ভিডিয়ো পোস্ট করে অখিলেশকে পাল্টা দিলেন অনুরাগ
কংগ্রেস নেতার অভিযোগের পরে অনুরাগ ঠাকুর দাবি করেছিলেন যে তিনি কারও নাম করেননি। তারপরেই বিজেপির অন্যান্য মন্ত্রী এবং নেতারা অনুরাগ ঠাকুরকে সমর্থন করে কংগ্রেসকে আক্রমণ করেন। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক, খাদ্য ও জনবন্টন মন্ত্রী প্রহ্লাদ জোশী কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘অনুরাগ ঠাকুর বলতে চেয়েছেন যারা জাত কি জানে না তারা জাত গণনার কথা বলছে। তিনি কারও নাম করেননি। তাহলে কেন কংগ্রেস এটি নিজের উপর নিচ্ছে। আসলে তাদের একটি অজুহাত দরকার।’
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু কংগ্রেসের বিরুদ্ধে জাতপাতের ভিত্তিতে দেশকে ভাগ করার ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তিনি বলেন, ’কংগ্রেস যা করছে আমি তার নিন্দা করি। তারা সবসময় জাত পাত নিয়ে কথা বলে। তারা সংবাদমাধ্যমের লোকজন এবং সেনা কর্মীদের জাত জিজ্ঞাসা করে। কংগ্রেস দেশকে ভাগ করার ষড়যন্ত্র করছে। তাহলে কি রাহুল গান্ধীর জাত জিজ্ঞাসা করা যায় না? তারা কি দেশ এবং সংসদের ঊর্ধ্বে? কংগ্রেস গণতন্ত্র এবং দেশের অর্থনীতিকে দুর্বল করতে চায়। নৈরাজ্য এবং হিংসা ছড়াতে চায়ছে।’
এদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অনুরাগ ঠাকুরের মন্তব্যের প্রশংসা করা নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রশংসা করা উচিত হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নাম না করে জাত তুলে আক্রমণ করেছিলেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছিলেন, ‘যার জাতের ঠিক নেই তিনি এখন জাত গণনার কথা বলছেন।’ যদিও এই মন্তব্যে বিশেষ গুরুত্ব দেননি রাহুল গান্ধী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরে এক্স হ্যান্ডেলে অনুরাগের বক্তৃতার ভিডিয়ো পোস্ট করে প্রশংসা করেছিলেন। তারপরেই লোকসভা সচিবালয়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ দেন কংগ্রেস সাংসদ চান্নি।