গত ৪ ফেব্রুয়ারি কাশ্মীর পুলিশের তরফ থেকে দিল্লি পুলিশকে জানানো হয়েছিল যে কিছু জঙ্গি রাজধানীর দিকে যাচ্ছে। সেই জঙ্গিদের মধ্যে রিয়াজও ছিল বলে জানিয়েছিল কাশ্মীর পুলিশ। উপত্যকায় তল্লাশি অভিযানের সময় রিয়াজের পাঁচ সহযোগী আগেই গ্রেফতার হয়েছিল। সেই অভিযানের সময় কোনও রকমে সেখান থেকে পালিয়ে গিয়েছিল রিয়াজ।
দিল্লিতে হামলার ছক লস্কর জঙ্গির
পুলওয়ামা হামলার বর্ষপূর্তির আগে দিল্লিতে হামলার ছক কষেছিল লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠন। সেই পরিকল্পনা অনুযায়ী কাশ্মীর থেকে দিল্লিতে এসে পৌঁছেছিল রিয়াজ আহমেদ রথার নামক এক জঙ্গি। উল্লেখ্য, এই জঙ্গি একজন প্রাক্তন সেনাকর্মীও বটে। তবে এই হামলার পরিকল্পনা শেষ পর্যন্ত বানচাল করে দিল দিল্লি পুলিশ। এই আবহে দিল্লির ডিসিপি কেপিএস মলহোত্রা জানান, রিয়াজ বর্তমানে লস্করের কুপওয়ারা মডিউলের সঙ্গে যুক্ত ছিল। সম্প্রতি সীমান্ত পার থেকে এই মডিউলের হাতে বিপুল পরিমাণ অস্ত্র এসে পৌঁছেছে। এর মধ্যে একে৪৭-এর মতো বন্দুকও আছে। এর মধ্যে অনেক অস্ত্র পাচারের সময় বাজেয়াপ্ত করা হয়েছে। (আরও পড়ুন: মুম্বইয়ের উপকূলে ধরা পড়ল কুয়েতি নৌকা, আটক ৩, প্রকাশ্যে রোমহর্ষক কাহিনী)
জানা গিয়েছে, কাশ্মীরে লস্করের এই পাচার হওয়া অস্ত্র বাজেয়াপ্ত হওয়ার পর সেখান থেকে পালিয়ে জবলপুর হয়ে দিল্লি চলে আসে রিয়াজ। দিল্লিতে তার চেনা পরিচিতদের কাছে যাওয়ার চেষ্টা করে সে এবং রাজধানীতে হামলার ছক কষে। তবে গোপন সূত্র খবর পেয়ে রিয়াজকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। বর্তমানে দিল্লি পুলিশের গোয়েন্দা ছাড়াও আরও একাধিক বাহিনীর তরফ থেকে জেরা করা হচ্ছে তাকে। তার সহযোগীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে জম্মু ও কাশ্মীর পুলিশকেও রিয়াজের গ্রেফতারির খবর জানানো হয়েছে।
জানা গিয়েছে, গত ৪ ফেব্রুয়ারি জম্মু ও কাশ্মীর পুলিশের তরফ থেকে দিল্লি পুলিশকে জানানো হয়েছিল যে কিছু জঙ্গি রাজধানীর দিকে যাচ্ছে। সেই জঙ্গিদের মধ্যে রিয়াজও ছিল বলে জানিয়েছিল কাশ্মীর পুলিশ। উপত্যকায় তল্লাশি অভিযানের সময় রিয়াজের পাঁচ সহযোগী আগেই গ্রেফতার হয়েছিল। সেই অভিযানের সময় কোনও রকমে সেখান থেকে পালিয়ে গিয়েছিল রিয়াজ। সেখান থেকে জবলপুর যায় সে। সেখান থেকে ট্রেনে করে দিল্লি আসে রিয়াজ। তার আসার খবর আগে থেকে পেয়ে গিয়েছিল দিল্লি পুলিশ। তাই স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করা হয়েছিল। সাদা পোশাকে অনেক পুলিশ মোতায়েন করা ছিল। এছাড়া সিসিটিভি ফুটেজের ওপর নজরদারি চালানো হচ্ছিল। এরপর স্টেশনেই রিয়াজকে গ্রেফতার করা হয়।