বাংলা নিউজ > ঘরে বাইরে > ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে ধর্মান্তরের অভিযোগ! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষিকা
পরবর্তী খবর
পড়ুয়াকে ধর্মান্তরের চেষ্টার অভিযোগে তামিলনাড়ুর কন্যাকুমারী জেলায় একটি সরকারি স্কুলের শিক্ষিকাকে বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের ধর্মান্তরিত করার চেষ্টা করছিলেন ষষ্ঠ শ্রেণির পড়ুয়াকে। কর্মকর্তাদের কাছে সেই বিষয়ে অভিযোগ জমা পড়তেই ব্যবস্থা নেওয়া হয় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে। জানা গিয়েছে, সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়। তাতে দেখা যায় ক্লাস চলাকালীন খ্রিস্ট ধর্মের জয়জয়কার করছেন সেই শিক্ষক। এরপরই অভিযোগ দায়ের করা হয় সেই শিক্ষকের বিরুদ্ধে।