আটকে থাকা শ্রমিকদের যাতে জল খাবার সরবরাহ করা হয় এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সাহায্য করা হয় সে বিষয়ে তিনি উত্তরাখণ্ড প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, বাংলার যে ৩ পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন তাদের নাম হল–জয়দেব প্রামাণিক, মনির তালুকদার এবং সৌভিক পাখিরা।
উত্তরাখণ্ডে চলছে উদ্ধারকাজ।
উত্তরাখণ্ডে নির্মীয়মাণ টানেল বিপর্যয়ের জেরে আটকে রয়েছেন বহু শ্রমিক। তার মধ্যে বাংলার তিন শ্রমিকও রয়েছেন। দ্রুত গতিতে তাদের উদ্ধার কাজ চলছে। এই অবস্থায় তাদের উদ্ধার কাজ কেমন চলছে সে বিষয়ে খোঁজ-খবর নিলেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার এ বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, উত্তরাখণ্ডে উদ্ধার কাজ কেমন চলছে তা জানার জন্য রাজ্যের প্রশাসনের কাছে তিনি খোঁজ খবর নিয়েছেন।
শুভেন্দু জানিয়েছেন, আটকে থাকা শ্রমিকদের যাতে জল খাবার সরবরাহ করা হয় এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সাহায্য করা হয় সে বিষয়ে তিনি উত্তরাখণ্ড প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, বাংলার যে ৩ পরিযায়ী শ্রমিক আটকে রয়েছেন তাদের নাম হল–জয়দেব প্রামাণিক, মনির তালুকদার এবং সৌভিক পাখিরা। বাংলার শ্রমিকদের পাশাপাশি অন্যান্য শ্রমিকদের যাতে নিরাপদে উদ্ধার করা যায় সে বিষয়ে প্রার্থনা করেছেন শুভেন্দু অধিকারী। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘বাংলার শ্রমিকদের পাশাপাশি অন্যান্য শ্রমিকদের উদ্ধার কাজ কেমন চলছে তা জানার জন্য আমি উত্তরাখণ্ড সরকারের সঙ্গে কথা বলেছি। আমি জানতে পেরেছি সেনা এবং বিপর্যয় মোকাবেলা দল উদ্ধার কাজের জন্য চেষ্টা চালাচ্ছে। আশা করা হচ্ছে দ্রুতই শ্রমিকরা উদ্ধার হবেন। তাদের জল খাবার এবং প্রয়োজনীয় সাহায্য দেওয়ার জন্য অনুরোধ করেছি। উত্তরাখণ্ড সরকার সব রকমের চেষ্টা চালাচ্ছে। প্রার্থনা করি যাতে সকলকে নিরাপদে উদ্ধার করা যায়।’