দেশে স্নাতোকোত্তরে মেডিক্যাল প্রবেশিকার ক্ষেত্রে ‘ডোমিসাইল’ ভিত্তিক (আবাসিক-ভিত্তিক) সংরক্ষণে সায় দিল না সুপ্রিম কোর্ট। পিজি মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণকে অনুমতিযোগ্য নয় বলে জানিয়েছে কোর্ট। এই সংরক্ষণ সংবিধানের ১৪ অনুচ্ছেদকে লঙ্ঘন করছে বলেও জানিয়ে দিয়েছে শীর্ষ কোর্ট। যাকে কোর্ট ‘অসংবিধানিক’ আখ্যা দিয়েছে।
সুপ্রিম কোর্টের বার্তায় স্পষ্ট যে, ‘স্টেট কোটা’ বা ‘রাজ্যভিত্তিক সংরক্ষণ’এর আওতায় স্নাতোকোত্তরে মেডিক্যাল প্রবেশিকায় নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার ক্ষেত্রে একমাত্র প্রাধান্য পাবে মেধা। সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে,' পিজি মেডিকেল কোর্সে বাসস্থান ভিত্তিক সংরক্ষণ সংবিধানের ১৪ অনুচ্ছেদের স্পষ্টভাবে লঙ্ঘন।' এই বেঞ্চে ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ঋষিকেশ রায়, সুধাংশু ধুলিয়া, ওসভিএন ভাট্টি। বেঞ্চ বলছে, ‘আমরা সকলেই ভারতীয় সীমানার মধ্যে ডোমিসাইল। ফলে প্রোভিন্সিয়াল বা স্টেট ডোমিসাইল বলে কিছু নেই। আর একটাই ডোমিসাইল আছে। আমরা সকলে ভারতবাসী।’ এই বার্তা দিয়ে বেঞ্চের পর্যবেক্ষণ তুলে ধরেছে, সংবিধানের ১৯ অনুচ্ছেদকে। সেই অনুচ্ছেদ, প্রতিটি নাগরিককে দেশের যেকোনো স্থানে বসবাস, বাণিজ্য এবং পেশা গ্রহণের অধিকার প্রদান করে। বেঞ্চের সাফ কথা,'সংবিধান আমাদের অধিকার দেয় ভারতের অন্দরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার বিষয়টি বেছে নেওয়ার।' কোর্টের এই বার্তার গুরুত্বপূর্ণ দিক হিসাবে, আদালত আরও একটি কথা বলেছে। বলা হয়েছে, আজকের রায়টি ইতিমধ্যেই প্রদত্ত আবাসিক-ভিত্তিক (ডোমিসাইল) সংরক্ষণগুলিকে প্রভাবিত করবে না এবং যে শিক্ষার্থীরা এই ধরনের নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে তাঁদের ডিগ্রি সম্পন্ন করেছে তাঁরাও প্রভাবিত হবেন না।
( India Sri Lanka: ভারতীয় মৎস্যজীবীদের তাক করে গুলি শ্রীলঙ্কার, আহত ৫, ‘গ্রহণযোগ্য নয়’, দিল্লি ডেকে পাঠাল সিংহলি দূতকে)
(Shukradev Nakshatra Gochar: ক'দিন পরই শনির নক্ষত্রে শুক্রের এন্ট্রি! সৌভাগ্য বর্ষণের দরজা খুলতে পারে ৩ রাশির, লাকি কারা? )
উল্লেখ্য, এর আগে, ২০১৯ সালে পঞ্জাব হরিয়ানা হাইকোর্টেও ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ নিয়ে একটি মামলা ওঠে। সেবারও কোর্ট, স্নাতোকোত্তর মেডিক্যাল কোর্সের ক্ষেত্রে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণকে অসংবিধানিক বলে উল্লেখ করে। পরে সেই মামলায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ ঘটনার গুরুত্বের দিকে তাকিয়ে, মামলা তিন বিচারপতির বেঞ্চের কাছে পাঠায়। তিন বিচারপতির বেঞ্চ এখন এই মামলায় স্পষ্টভাবে বার্তা দিয়েছে, নিশ্চিত করেছে যে পিজি মেডিকেল কোর্সে ভর্তি মেধা-চালিত থাকবে এবং কোনও রাজ্যই, ‘সীমাবদ্ধ আবাসিক মানদণ্ড’ আরোপ করতে পারবে না।