মাসখানেক আগেই মিলেছিল জরুরি ভিত্তিতে ব্যবহারের চূড়ান্ত ছাড়পত্র। এবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানাল, আগামী সপ্তাহের গোড়া দিক থেকেই ভারতের বাজারে আসতে চলেছে রাশিয়ার স্পুটনিক-ভি টিকা। যা তৈরি করেছে মস্কোর গামালেয়া ন্যাশনাল সেন্টার।বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য) ভি কে পল বলেন, ‘ভারতে স্পুটনিক-ভি এসে গিয়েছে। আমরা আশাবাদী, (রাশিয়া) থেকে যে পরিমিত টিকা এসেছে, তা আগামী সপ্তাহ থেকে সেটির বিক্রি শুরু হবে।’ তিনি আশ্বাস দিয়েছেন, আগামিদিনে আরও টিকা পাঠাবে রাশিয়া। আগামী জুলাই থেকে ভারতেই স্পুটনিকের উৎপাদন শুরু হবে। সেই সময় ১৫.৬ কোটি ডোজ তৈরি করা হবে বলে আশাপ্রকাশ করেছেন নীতি আয়োগের সদস্য (স্বাস্থ্য)। যা দেশজুড়ে করোনাভাইরাস টিকার আকালের মধ্যেই কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে বলে মত সংশ্লিষ্ট মহলের।গত মাসের মাঝামাঝি সময় বিশেষজ্ঞ কমিটির তরফে সুপারিশ করা হয়েছিল যে জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য রাশিয়ার টিকা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আছে। পরদিনই ভারতে ব্যবহারের অনুমোদন পায় কোনও বিদেশি করোনাভাইরাস টিকা। বৃহস্পতিবার রাশিয়ার স্পুটনিক-ভি টিকাকে জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহার ছাড়পত্র দেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই) ভিজি সোমানি। ৬০ তম দেশ হিসেবে রাশিয়ার টিকা ব্যবহারের অনুমতি দেয় ভারত।গত বছর ১১ অগস্ট বিশ্বের করোনা টিকা হিসেবে অনুমোদন পেয়েছিল স্পুটনিক-ভি। রাশিয়ায় ব্যবহারের ছাড়পত্র মিলেছিল। ল্যান্সেট মেডিক্যাল ম্যাগাজিনে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী, করোনার বিরুদ্ধে রাশিয়ার টিকার ৯১.৬ শতাংশ কার্যকারিতা প্রমাণ হয়েছে। যা ৫০ টির বেশি দেশে গণটিকাকরণের ছাড়পত্র পেয়েছে। তারইমধ্যে ভারতে ৭৫০ মিলিয়ন ডোজ রাশিয়ান টিকা তৈরির জন্য চুক্তি স্বাক্ষর করেছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ)।