বিকল 'সিম্যুলটার'-এ ৯০ জন পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় ১০ লাখ টাকা জরিমানা ধার্য হয়েছিল স্পাইস ডেটের ওপর। ডিজিসিএ এই পদক্ষেপ নিতেই ফের ওই ৯০ পাইলটতে নতুন করে প্রশিক্ষণ দেওয়ার পথে এগিয়েছে স্পাইসজেট।
উল্লেখ্য, সদ্য বোয়েইং ৭৩৭ ম্যাক্স এয়ারক্রাফ্টের ল্যান্ডিং খুব খারাপ হওয়ার ঘটনা নজর কাড়ে ডিজিসিএর। এরপরই জানা যায়, এয়ারক্রাফ্টের পাইলটরা সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত নন। পরবর্তীতে কড়া পদক্ষেপের পথে হাঁটে ডিজিসিএ। ১০ লাখ টাকা জরিমানা ধার্য হয় স্পাইসজেটের ওপর। এরপর অসামরিক বিমান পরিষেবা সংস্থা সাফ জানিয়েছে, তারা ফের একবার তাদের পাইলটদের (ওই ৯০ জন) প্রশিক্ষণ দিচ্ছে। তাতে পাইলটরা সঠিকবাবে প্রশিক্ষিত হবেন। এরফলে বিমান সংস্থার পরিষেবায় প্রভাব পড়বে না। 'অনুন্নত রাজ্যগুলির হিন্দি আমাদের শূদ্র করে ছাড়বে', মন্তব্য DMK সাংসদের