গত জুলাই মাসে উত্তরপ্রদেশের হাথরসে ‘সৎসঙ্গ’ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। স্বঘোষিত ধর্মগুরু ভোলেবাবা ওরফে সুরোজ পাল সিংয়ের ‘চরণরাজ’ বা চরণ ধুলি স্পর্শ করতে গিয়েই ধর্মীয় অনুষ্ঠানে সেই বিপত্তি ঘটেছিল। সেই পদপিষ্টের ঘটনায় ৩,২০০ পাতার পাতার চার্জশিট জমা দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। কিন্তু, তাৎপর্যপূর্ণ বিষয় হল সেই চার্জশিটে নাম নেই ভোলে বাবার।
আরও পড়ুন: ‘যে এসেছে তাকে একদিন না একদিন যেতেই হবে’, হাথরাসের ঘটনায় ভোলে বাবার মন্তব্য
জানা গিয়েছে, অভিযোগপত্রে দুই নারীসহ ১১ জন অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। কিন্তু, ভোলে বাবাকে মামলার অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়নি চার্জশিটে। অভিযুক্তের আইনজীবী এপি সিং জানান, আদালত চার্জশিটটি গ্রহণ করলেই বিচার শুরু হবে। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ৪ অক্টোবর। মঙ্গলবার ওই অনুষ্ঠানের প্রধান সংগঠক এবং তহবিল সংগ্রহকারী দেব প্রকাশ মধুকর সহ ১০ জন অভিযুক্তকে আলিগড় জেলা কারাগার থেকে হাথরস জেলা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। তাদের বিরুদ্ধে বিএনএসের ১০৫, ১১০ (অপরাধমূলক হত্যাকাণ্ডের প্রচেষ্টা), ১২৬ (২) (অন্যায়ভাবে আয়োজন) এবং ২২৩ (যথাযথভাবে জারি করা আদেশ না মানা)- এর অধীনে এফআইআর দায়ের করা হয়েছিল। এই সমস্ত ধারায় চার্জশিট দিয়েছে পুলিশ। এর আগে এলাহাবাদ হাইকোর্ট সেপ্টেম্বরে ২ অভিযুক্ত মহিলা - মঞ্জু দেবী এবং মঞ্জু যাদবকে শর্তসাপেক্ষ অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিল। বাকি ৯ জন অভিযুক্ত হেফাজতে রয়েছে।
প্রসঙ্গত, বিশেষ তদন্তকারী দল পদপিষ্টের বিষয়ে একটি প্রতিবেদন জমা দিয়েছিল। যার ফলে সিকান্দ্রা রাওয়ের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আনন্দ কুমার, এসডিও রবীন্দ্র কুমার, তহসিলদার সুশীল সহ ৬ আধিকারিককে বরখাস্ত করা হয়েছিল। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল সিট রিপোর্টে ভোলে বাবার ভূমিকা নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। পুলিশ সহ সরকারি সংস্থাগুলি এই ঘটনায় আয়োজকদেরকেই দায়ী করেছে। বলা হয়েছে, ৮০ হাজার অনুমোদিত থাকলেও ভিড় ছাপিয়ে ২.৫ লক্ষ হয়ে গিয়েছিল।
ভোলে বাবার আইনজীবীও দাবি করেছিলেন, যে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী এই ঘটনার পিছনে জড়িয়ে থাকতে পারে । এরপর উত্তর প্রদেশ সরকার এলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ব্রিজেশ কুমার শ্রীবাস্তবের নেতৃত্বে তিন সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করে। কমিশন এখনও তদন্ত শেষ করতে পারেনি। উল্লেখ্য, হাথরসকাণ্ডে মোট ১২১ জনের মৃত্যু হয়েছিল। এছাড়াও আহত হয়েছিলেন বহু মানুষ।