মাথার দাম ছিল ৪০ লাখ টাকা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল সেই শীর্ষ মাওবাদী নেতা হরিভূষণের (৫২)। এমনটাই দাবি করল ছত্তিশগড় পুলিশ। তবে মাওবাদীদের তরফে সে বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। একটি বিবৃতিতে বস্তার রেঞ্জের আইজি সুন্দরাজ পি বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২১ জুন মৃত্যু হয়েছে সিপিআইয়ের (মাও) কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াপা নারায়ণ ওরফে হরিভূষণের। ভরসাযোগ্য সূত্র সেই খবর নিশ্চিত করেছে।’ তিনি আরও জানিয়েছেন, অসুস্থতার সময় বস্তার এলাকার দক্ষিণ বিজাপুর-সুকমার সীমান্ত লাগোয়া মিনাগুরাম-ভাট্টিগুদাম-জবাগাট্টা জঙ্গলে থাকছিলেন। যিনি সিপিআইয়ের (মাও) উত্তর তেলাঙ্গানা রাজ্য জোনাল কমিটির সম্পাদকও ছিলেন। সুন্দরাজ দাবি করেন, ছত্তিশগড়-তেলাঙ্গানা সীমান্ত লাগোয়া উসুর-পুজারিকাঙ্কের-পামেজে লাকমু দাদা নামে পরিচিত ছিলেন হরিভূষণ। ছত্তিশগড় এলাকায় তাঁর বিরুদ্ধে ২২ টিরও বেশি মামলা ঝুলছে।বস্তার রেঞ্জের আইজি বলেন, ‘মাওবাদী নেতাদের দাবি সত্ত্বেও মাও ক্যাম্পে করোনাভাইরাস পরিস্থিতি ভয়াবহ। গত কয়েক মাসে করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের বেশি শীর্ষ এবং মাঝারি স্তরে মাওবাদীর ক্যাডারের মৃত্যু হয়েছে। অনেক ক্যাডার করোনায় সংক্রমিত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাঁরা উদগ্রীব হয়ে আছেন।’ তিনি জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পুলিশের কাছে লাগাতার তথ্য আসছিল যে সিপিআইয়ের (মাও) উত্তর তেলাঙ্গানা রাজ্য জোনাল কমিটির সম্পাদক হরিভূষণ-সহ একাধিক শীর্ষ মাওবাদী নেতা করোনা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর কথায়, ‘শুধূুমাত্র গত কয়েক সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বস্তারের দুই শীর্ষ মাওবাদী নেতা গঙ্গা এবং সোভরইয়ের মৃত্যু হয়েছে।’