বাংলা নিউজ > ঘরে বাইরে > Sedition Law: নতুন করে পর্যালোচনার দরকার নেই, আদালতে সাফাই সরকারের, ভালো আইন?
পরবর্তী খবর
Sedition Law: নতুন করে পর্যালোচনার দরকার নেই, আদালতে সাফাই সরকারের, ভালো আইন?
1 মিনিটে পড়ুন Updated: 07 May 2022, 10:17 PM ISTSatyen Pal
প্রাক্তন সেনা আধিকারিক এসজি ভোমবাটকারে, এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, এনজিও PUCL, একাধিক সাংবাদিক এই আইনটি রদ করার জন্য আবেদন করেছেন। তবে Sedition Law এর খুব উল্লেখযোগ্য ইতিহাস আছে। ১৮৭০ সালে প্রথম সূচনা হয়েছিল এই আইনের।
সুপ্রিম কোর্ট(HT Photo)
উৎকর্ষ আনন্দ
রাষ্ট্রদ্রোহ বা দেশদ্রোহ আইন( Sedition Law) নিয়ে বিতর্কের শেষ নেই। তবে এসবের মধ্যেই শনিবার কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল ভারতীয় দন্ডবিধিতে Section 124A(Sedition) একটি বৈধ আইন। তাছাড়া ভারতীয় নাগরিকদের অধিকার রক্ষার জন্য ইতিমধ্যেই নানা রক্ষাকবচ রয়েছে। এনিয়ে সুপ্রিম কোর্টে লিখিত হলফনামায় সরকার জানিয়েছে, এটা নিয়ে পর্যালোচনার প্রয়োজন নেই। ১৯৬২ সালের একটি মামলাকেও এই যুক্তির সপক্ষে তুলে ধরেছে সরকার। সেই রায়তে উল্লেখ করা হয়েছিল এটি একটি ভালো আইন।
সরকার জানিয়ে দিয়েছে ১৯৬২ সালে পাঁচ বিচারকের বেঞ্চ এই ধারাটির সবদিক খতিয়ে দেখেছিলেন। সমানাধিকার, বাক স্বাধীনতা, জীবন রক্ষার অধিকার, স্বাধীনতার অধিকার সব দিক তাঁরা বিচার বিবেচনা করেই মন্তব্য করেছিলেন। সেক্ষেত্রে তিন বিচারকের বেঞ্চ ফের এটি পুনর্বিবেচনা করবেন তার আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে এই আইনকে বাতিল করা সংক্রান্ত যে পিটিশন পড়েছে তা বাতিল করার জন্য আবেদন জানিয়েছে সরকার। সোমবার ফের এনিয়ে পিটিশন দাখিল করতে পারে সরকার।