Tirupati Laddu Row: 'ঈশ্বরকে রাজনীতি থেকে…', তিরুপতির লাড্ডু বিতর্ক, চন্দ্রবাবুকে বকাঝকা করল সুপ্রিম কোর্ট
1 মিনিটে পড়ুন Updated: 30 Sep 2024, 04:15 PM ISTপ্রসাদ তৈরিতে দূষিত ঘি ব্যবহার করা হয়েছিল বলেও প্রমাণ চেয়েছে সুপ্রিম কোর্ট।
প্রসাদ তৈরিতে দূষিত ঘি ব্যবহার করা হয়েছিল বলেও প্রমাণ চেয়েছে সুপ্রিম কোর্ট।
তিরুপতির প্রসাদম বিতর্কে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। এর আগে ওয়াইএসআর তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরে লাড্ডু তৈরির সময় ভেজাল ঘি ব্যবহার করত এটা স্পষ্ট না হওয়ার আগেই কেন বিষয়টি জনসমক্ষে আনা হল? তা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট।
তিরুপতির প্রসাদম বিতর্ক নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারকে প্রশ্ন করে সুপ্রিম কোর্ট সোমবার বলেছে, তিরুমালা লাড্ডু তৈরিতে ভেজাল ঘি ব্যবহার করা হয়েছে তা যখন স্পষ্ট নয়, তখন সংবাদমাধ্যমে যাওয়ার কী প্রয়োজন ছিল?
কড়া পর্যবেক্ষণে আদালত বলেছে, 'অন্তত আমরা আশা করি ঈশ্বরকে রাজনীতি থেকে দূরে রাখা হোক।
আদালত অন্ধ্র সরকারের আইনজীবীকে জানায়, ল্যাব রিপোর্টে দেখা যাচ্ছে, যে ঘি পরীক্ষা করা হয়েছিল, সেটি বাতিল নমুনা।
বিচারপতি বি আর গাভাই সিনিয়র অ্যাডভোকেট সিদ্ধার্থ লুথরাকে জিজ্ঞাসা করেছিলেন যে মানদণ্ড অনুসারে যে ঘি পাওয়া যায়নি তা লাড্ডু তৈরিতে ব্যবহৃত হয়েছিল কিনা।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন লুথরা।
‘তাহলে তাৎক্ষণিকভাবে প্রেসে যাওয়ার দরকার কী ছিল? ধর্মীয় ভাবাবেগকে সম্মান করতে হবে,’ বলেন বিচারপতি গাভাই।
প্রসাদ তৈরিতে দূষিত ঘি ব্যবহার করা হয়েছিল বলেও প্রমাণ চেয়েছে সুপ্রিম কোর্ট।
আদালত রাজ্য থেকে তদন্ত একটি স্বাধীন সংস্থার হাতে স্থানান্তরিত করার বিষয়ে বিবেচনা করার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি মাসের গোড়ার দিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দাবি করেন, প্রাচীন এই মন্দিরের পবিত্র প্রসাদ তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, জগনমোহন রেড্ডির আমলে তিরুপতি মন্দিরে লাড্ডু তৈরিতে ভেজাল ঘি ব্যবহার করা হত।
ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে অন্ধ্র সরকার।
জগন মোহন রেড্ডি এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি মুখ্যমন্ত্রী নাইডুর বিরুদ্ধে তিরুপতি লাড্ডু প্রসাদম সম্পর্কে ‘নির্লজ্জভাবে মিথ্যা’ বলার অভিযোগ করেছিলেন।
তিনি বলেন, ‘রাজনৈতিক ফোকাস বদলাতে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু লাড্ডু ইস্যু টেনে এনেছেন। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু দেখিয়েছেন যে লাড্ডু প্রসাদম তৈরিতে পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল, যা তিরুমালার পবিত্রতা এবং গর্বকে প্রশ্নবিদ্ধ করে। এটা কি সমর্থনযোগ্য? চন্দ্রবাবু নাইডু টিটিডি লাড্ডু প্রসাদমের উপর নির্লজ্জভাবে মিথ্যা কথা বলছেন,’ ওয়াইএসআরসিপি নেতা এই মাসের শুরুতে বলেছিলেন।