বাংলা নিউজ > ঘরে বাইরে > ড্রাইভার, ডেলিভারি পার্সনরা ‘পার্টনার' নাকি 'কর্মী’? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ড্রাইভার, ডেলিভারি পার্সনরা ‘পার্টনার' নাকি 'কর্মী’? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

ছবি : রয়টার্স ও হিন্দুস্তান টাইমস বাংলা (Reuters, Edited by HT Bangla/Soumick Majumdar)

নিয়োগকর্তারা নিজেদেরকে 'এগ্রিগেটর' বলে। এর ফলে তারা তথাকথিত অংশীদারিত্বের চুক্তিতে প্রবেশ করে। কিন্তু এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে বাস্তবে তাদের মধ্যে নিয়োগকর্তা এবং কর্মচারীর সম্পর্কই বিদ্যমান। ফলে সমস্ত প্রযোজ্য আইন অনুযায়ী তারা প্রকৃতপক্ষে নিয়োগকারী এবং কর্মী,' বলা হয়েছে পিটিশনে।

Zomato, Swiggy, Ola, Uber-এর পরিষেবা প্রদানকারীরাও কি 'অসংগঠিত কর্মী'-র পর্যায়ে পড়েন?  এ বিষয়েই পর্যালোচনার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট।

তাত্পর্য

অ্যাপভিত্তিক পরিষেবা প্রদানকারীদের সাধারণত ‘পার্টনার’ হিসাবে ধরা হয়। অর্থাত্, তাঁদের এই মুহূর্তে সরাসরি কর্মী হিসাবে ধরা হয় না।

'অসংগঠিত কর্মী'-র আওতাভুক্ত হলে তাঁরা বিমা, ভবিষ্যত তহবিল, গ্র্যাচুইটি, মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য সামাজিক সুরক্ষা আইনের আওতায় পড়বেন। বর্তমানে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা এই সুবিধাগুলি পান না। তবে এর মাঝে ব্যাতিক্রমও আছে। 

কেন হঠাত্ এ বিষয়ে নোটিশ দিল সুপ্রিম কোর্ট?

ইন্ডিয়ান ফেডারেশন অফ অ্যাপ-বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (IFAT) বলে একটি সংগঠন আছে। সেখানকার দুই প্রতিনিধি এই সমস্যাটি আদালতে পেশ করেন। তাঁদের মধ্যে একজন নিজেই অ্যাপক্যাব চালক।

চারটি অ্যাপ-ভিত্তিক অপারেটর - ওলা, উবার, সুইগি এবং জোমাটোর কথা উল্লেখ করে এ বিষয়ে কেন্দ্র সরকারের বিবেচনার আবেদন করেন তাঁরা। সেই পিটিশনের ভিত্তিতেই নোটিশ জারি করে সুপ্রিম কোর্ট। বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বিআর গাভাইয়ের বেঞ্চ চার সপ্তাহ পরে এই বিষয়ে নোটিশ দেন।

কী বলেছিলেন আবেদনকারীরা?

আবেদনকারীদের পক্ষের আইনজীবী ইন্দিরা জয়সিং বলেন, 'আমরা আদালতের কাছে থেকে একটি ঘোষণা চাই। অ্যাপ-ভিত্তিক পরিষেবার জন্য কাজ করা এই ড্রাইভার এবং ডেলিভারি পার্সনরাও 'কর্মী'। এই সংস্থাগুলি দাবি করে যে তাঁরা স্বাধীন ঠিকাদার ভিত্তিতে কাজ করেন। এটা মানা সম্ভব নয়।'

 ফাইল ছবি : রয়টার্স
 ফাইল ছবি : রয়টার্স (REUTERS)

আইন

প্রযোজ্য আইনের মধ্যে রয়েছে The Workmen's Compensation Act, ১৯২৩; শিল্প বিরোধ আইন, ১৯৪৭; কর্মচারীর রাষ্ট্রীয় বিমা আইন, ১৯৪৮; কর্মচারীর ভবিষ্যত তহবিল এবং বিবিধ বিধান আইন, ১৯৫২; মাতৃত্বকালীন সুবিধা আইন, ১৯৬১; দ্য পেমেন্ট অফ গ্র্যাচুইটি অ্যাক্ট, ১৯৭২ এবং 'অসংগঠিত শ্রমিক' সামাজিক কল্যাণ নিরাপত্তা আইন, ২০০৮।

ব্রিটেনেও এই নিয়ে পিটিশন জমা পড়েছিল

জয়সিং ব্রিটেনের সুপ্রিম কোর্টের এক সাম্প্রতিক রায়ের উল্লেখ করেন। সেখানে আদালত পর্যালোচনা করে জানায়, অ্যাপ-ভিত্তিক পরিষেবা প্রদানকারী সংস্থা এবং সেখানে যাঁরা কাজ করছেন তাঁদের মধ্যে একটি 'নিয়োগকর্তা-কর্মচারী সম্পর্ক বিদ্যমান'।

ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স
ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স (Reuters)

'ব্রিটেনের মতোই ভারতেও উবার, ওলা, জোমাটো এবং সুইগির ড্রাইভার বা ডেলিভারি কর্মীদের সঙ্গে সংস্থাগুলির শর্তাবলী প্রায় একই। প্রতিটিই একটি নির্দিষ্ট-মেয়াদী কর্মসংস্থান চুক্তি। পরিষেবা প্রদানকারী কর্মীদের তাঁদের জীবিকা নির্বাহের জন্য উল্লিখিত চুক্তিতে স্বাক্ষর করা ছাড়া কোন বিকল্প নেই,' উল্লেখ করা হয়েছে অপর আইনজীবী নূপুর কুমারের আবেদনে।

পিটিশনে আরও উল্লেখ করা হয়েছে যে সংসদ সামাজিক নিরাপত্তা সম্পর্কিত সমস্ত আইন সংশোধন ও একীভূত করার জন্য এবং সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের সমস্ত কর্মচারী ও শ্রমিকদের জন্য উল্লিখিত আইনগুলির অধীনে সুবিধাগুলি প্রসারিত করার জন্য সামাজিক সুরক্ষা কোড, ২০২০ প্রণয়ন করেছে। তাতে 'অসংগঠিত শ্রমিক, গিগ কর্মী এবং প্ল্যাটফর্ম কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা' সম্পর্কিত একটি পৃথক অধ্যায় রয়েছে। এটি ২০২০ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। কিন্তু এখনও কার্যকর হয়নি।

ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ

ভারতের সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী 'অসংগঠিত শ্রমিক' হিসাবে তাঁদের নিবন্ধন করতে বা বিদ্যমান আইনের অধীনে তাঁদের সামাজিক সুরক্ষা দিতে রাষ্ট্রের ব্যর্থতার উল্লেখ করা হয়েছে। এই অনুচ্ছেদের মধ্যে পড়ছে কাজ করার অধিকার, জীবিকার অধিকার, কাজের শালীন এবং ন্যায্য অবস্থার অধিকার। এটি আইনের সমতার অধিকার এবং আইনের সমান সুরক্ষাকেও অস্বীকার করে। কারণ তাঁরা প্রযোজ্য সামাজিক নিরাপত্তা আইনের অধীনে অন্যান্য সমস্ত ক্ষেত্রের কর্মীদের সঙ্গে একই অবস্থানে রয়েছেন, পিটিশনে বলা হয়েছে।

পার্টনার নাকি কর্মী?

 

আইনজীবী গায়ত্রী সিং উল্লেখ করেন, 'উবার, ওলা, জোমাটো এবং সুইগির মতো সংস্থাগুলির দাবি, তাদের এবং পরিষেবা প্রদানকারীদের মধ্যে চাকরির কোনও চুক্তি নেই। তাদের ব্যাখ্যা, পুরোটাই অংশীদারিত্ব(পার্টনারশিপ) ভিত্তিক কাজ।'

'নিয়োগকর্তারা নিজেদেরকে 'এগ্রিগেটর' বলে। এর ফলে তারা তথাকথিত অংশীদারিত্বের চুক্তিতে প্রবেশ করে। কিন্তু এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে বাস্তবে তাদের মধ্যে নিয়োগকর্তা এবং কর্মচারীর সম্পর্কই বিদ্যমান। ফলে সমস্ত প্রযোজ্য আইন অনুযায়ী তারা প্রকৃতপক্ষে নিয়োগকারী এবং কর্মী,' বলা হয়েছে পিটিশনে।

 

 

পরবর্তী খবর

Latest News

ডায়মন্ডহারবার পুলিশ জেলাকে ৫০০ সিসি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হচ্ছে, কেন? ভুল করেও মাইক্রোওয়েভে রাখবেন না এই ৫টি জিনিস, যেকোনও সময় ঘটতে পারে দুর্ঘটনা ‘কাল হো না হো’, শেষ ভিডিয়োয় বউয়ের জন্যে শাহরুখ হয়েছিলেন নিহত নৌসেনা অফিসার আবার বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর এলাকার জল পরিষেবা, বিজ্ঞপ্তিতে চাপ বাসিন্দাদের বৈশাখ অমাবস্যার আগে দৈত্যগুরু শুক্রের গোচরে ৩ রাশি অর্থ সম্পদে উঠবে ফুলেফেঁপে পাকিস্তানের সঙ্গে ICC-র কোনও টুর্নামেন্টেও খেলবে না ভারত? BCCI-এর বড় পদক্ষেপ জঙ্গিহানায় নিহত বিতান-সমীরের শেষকৃত্যে রুদ্রনীল, লিখলেন, ‘আর কোনও ভণ্ড…’ ‘রক্তবীজ ২’-এ কেবল মিমি নন, থাকছেন কৌশানিও! কোন চরিত্রে দেখা যাবে তাঁকে? প্রচণ্ড গরমেও অফিসের ফর্মাল শার্ট হবে কমফোর্টেবল! শুধু খেয়াল রাখুন এই টিপস পহেলগাঁও হামলার মাঝে ভারতের 'টুঁটি চাপার' দাবি ঢাকায়, হাই কমিশনের উদ্দেশে মিছিল

Latest nation and world News in Bangla

‘কাল হো না হো’, শেষ ভিডিয়োয় বউয়ের জন্যে শাহরুখ হয়েছিলেন নিহত নৌসেনা অফিসার পহেলগাঁও হামলার মাঝে ভারতের 'টুঁটি চাপার' দাবি ঢাকায়, হাই কমিশনের উদ্দেশে মিছিল কাশ্মীরকে 'ঘাড়ের শিরা' বানাতে গিয়ে শুকোবে পাক 'ধমনী'? গলবাজি ইসলামাবাদের থরহরি কম্প! ভারতের 'আরও কঠোর' পদক্ষেপের শঙ্কায় প্রাক্তন পাক হাইকমিশনার থেকে সেনা কাশ্মীরের ঘাতক জঙ্গিদের খোঁজ দিলেই মোটা টাকা পুরস্কার, জানাবেন কোন নম্বরে? ধাওয়া করে প্রাক্তন ব্যাঙ্ককর্মীকে গুলি, বিবাহবার্ষিকী উদযাপনে গিয়ে নিহত ব্যক্তি ‘বদনাম হয়ে গেল’ জঙ্গি হানার পরে এখনও কি পহেলগাঁওতে আছেন পর্যটকরা? ‘পাসপোর্টের সমস্যা না থাকলে, এখন হয়তো ওরা ফ্লোরিডায় থাকত’ পহেলগাঁওয়ে নয় রক্ত নিয়ে জল পাবে না! রদ সিন্ধু জলচুক্তি, পহেলগাঁওয়ের পরেই পাককে পঞ্চবাণ ভারতের পহেলগাঁও হামলায় পাক-যোগ না থাকলে ভয় পাচ্ছেন কেন? দেশের মধ্যেই প্রশ্নের মুখে শরিফ

IPL 2025 News in Bangla

২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট টসের পরে পহেলগাঁওয়ের জঙ্গি হামলার নিন্দা হার্দিকের,ভারতের পাশে অজি তারকা কামিন্স ধোনি হওয়ার চেষ্টা করছে পন্ত, সেই লেভেলের ধারেকাছেও নয়, দাবি জাতীয় দলের সতীর্থর লখনউয়ের ঘরের ছেলেকে জালে তুলে পা দোলাচ্ছে DC,২৭ কোটিতে পন্তকে নিয়ে পস্তাচ্ছে LSG শত্রুদের ঘরে ঢুকে অপমানের বদলা নিচ্ছেন! RCB থেকে LSG সকলকে জবাব দিচ্ছেন রাহুল সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদ IPL 2025- এ! দেখা যাবে না আতশবাজি ও চিয়ারলিডার এত কম ওভার বল করছেন কেন? LSG ম্য়াচ জিতে কী বললেন DC ক্যাপ্টেন অক্ষর প্যাটেল? মুখ খুলল রাজস্থান রয়্যালস! ম্যাচ গড়াপেটার অভিযোগের বিরুদ্ধে RR-এর বড় পদক্ষেপ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.