Sandeshkhali Khalistan Controversy: বাংলার 'খলিস্তানি' বিতর্কের আঁচ পঞ্জাবে, BJP-র বিরুদ্ধে সুর চড়ল অমৃতসরের গুরুদ্বারে
1 মিনিটে পড়ুন Updated: 21 Feb 2024, 07:50 AM ISTগোটা ঘটনায় শুভেন্দু অধিকারী পালটা দাবি করেছেন, 'এই ধরনের মন্তব্য করি না। এই ধরনের কথা বলাকে আমরা কোনওভাবেই সমর্থন করি না। তিনি নিজের নম্বর বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অসত্য তথ্য পরিবেশন করেছেন। আমরা কোনও ধর্মকে আক্রমণ করে কোনও দিন কিছু বলিনি, কোনওদিন কিছু বলবও না।'
শুভেন্দু অধিকারী এবং আইপিএস অফিসারের বচসার মুহূর্ত