ছাত্র ও যুবদের নেতৃত্বে বাংলাদেশে নতুন রাজনৈতিক দল (জাতীয় নাগরিক পার্টি বা সংক্ষেপে এনসিপি) গঠিত হয়েছে, ২৪ ঘণ্টাও কাটেনি। তার মধ্যেই এই দল গঠনের নেপথ্যে ফের একবার ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস ও তাঁর প্রশাসনের সততা নিয়েই প্রশ্ন তুলে দিল বিএনপি!
আজ (শনিবার - ১ মার্চ, ২০২৫) ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক কর্মসূচিতে যোগ দেন বিএনপি-র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। লক্ষ্যণীয় বিষয় হল, যে উপলক্ষ্যে এই অনুষ্ঠান বা কর্মসূচির আয়োজন করা হয়েছিল, সেটি হল - 'গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের ত্যাগ ও নেতৃত্ব শীর্ষক একটি আলোচনাসভা'! এছাড়াও সেই মঞ্চে বিএনপি সুপ্রিমো বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা একটি বইয়ের কভার পেজও প্রকাশ করা হয়।
আর এই মঞ্চ থেকেই কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ও তাঁর প্রশাসনেরে সততা নিয়ে প্রশ্ন তোলেন সালাহউদ্দিন। তাঁর বার্তা ছিল ভীষণ স্পষ্ট। বিএনপি চাইছে, দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি স্থায়ী সরকার তৈরি করা হোক। কিন্তু, ইউনুস যে নানা অছিলায় সেই প্রক্রিয়া এড়াতে বা যতটা সম্ভব পিছোতে চাইছেন, নিজের বক্তব্যের মাধ্যমে কার্যত সেটাই বুঝিয়ে দিয়েছেন এই বিএনপি নেতা।
বাংলাদেশি সংবাদমাধ্যম 'কালের কণ্ঠ'-এ এই প্রসঙ্গে তাঁর এদিনের ভাষণের যে অংশটুকু তুলে ধরা হয়েছে, তাতে ইউনুসের উদ্দেশে সালাহউদ্দিনকে বলতে শোনা গিয়েছে - 'এখনও ইনিয়ে-বিনিয়ে বলছেন। আমি আহ্বান করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার আর ইনিয়ে-বিনিয়ে বলার প্রয়োজন নেই। বিদেশি সংবাদ সংস্থাকে আপনি সাক্ষাৎকার দিতে পারেন যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার চেষ্টা করছি। আপনি কেন দেশে একটা সংবাদ সম্মেলন করে রোডম্যাপ ঘোষণা করতে পারেন না? আপনি তো সংবাদ সম্মেলন করে বলতে পারেন, আমি এই তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য রোডম্যাপ ঘোষণা করছি। যদি আপনাদের সৎ উদ্দেশ্য থাকে!'
ইউনুসের উদ্দেশে সালাহউদ্দিনের সরাসরি হুঁশিয়ারি, যদি তত্ত্বাবধায়ক সরকার চলতি মাসের (মার্চ, ২০২৫) মধ্যেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে না পারে, তাহলে রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে আলোচনা করে এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার, তা নেবে!
এই প্রসঙ্গে বাংলাদেশের নবগঠিত রাজনৈতিক দল - জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর বিশেষ উল্লেখ করেছেন সালাহউদ্দিন। তিনি নতুন এই দলকে দেশের রাজনীতিতে স্বাগত জানালেও তাদের উদ্দেশ্য নিয়েই কার্যত প্রশ্ন তুলেছেন।
বিএনপি নেতার বক্তব্য, কেন তারা গণপরিষদ গঠন, স্থানীয় নির্বাচন ও দ্বিতীয় স্বাধীনতার মতো বিষয়গুলি নিয়ে এত আগ্রহ দেখাচ্ছে। সালাহউদ্দিন বলেন, সংবিধান থাকার পরও গণপরিষদের কী প্রয়োজন? যারা এসব বিষয় সামনে আনছেন, হয় তাঁরা বোঝেন না কিছু, অথবা তাঁরা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন!