আরিয়ান প্রকাশ
সোশ্য়াল নেটওয়ার্কিং সংস্থা মেটাকে এবার সন্ত্রাসবাদী ও চরমপন্থীদের তালিকাভুক্ত করল রাশিয়া। এমনটাই খবর রয়টার্স সূত্রে। এদিকে গত মার্চ মাসেই রাশিয়ার সরকার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্লাটফর্মকে ব্লক করে দিয়েছিল। এমনকী মস্কোর আদালত মার্ক জুকেরবার্গের মিডিয়া প্লাটফর্মে চরমপন্থী কাজকর্ম হয় বলেও দাবি করেছে। এমনকী আদালতের তরফে দাবি করা হয়েছে, রাশিয়ার বিরুদ্ধে হিংসাকে প্রমোট করার জন্য ইউক্রেনের নেটিজেনদের অনুমোদনও করেছে জুকেরবার্গের সংস্থা।
এদিকে রয়টার্সের রিপোর্ট অনুসারে মেটার পক্ষের আইনজীবী যাবতীয় অভিযোগকে অস্বীকার করেন। তিনি পরিষ্কার জানিয়ে দেন যেকোনওরকম চরমপন্থী কার্যকলাপের সঙ্গে কোনওদিন যুক্ত ছিল না সংস্থা।
প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করেছিল রাশিয়া। আর তখন থেকেই সোশ্যাল মিডিয়ায় নিয়ন্ত্রণ করা শুরু করে রাশিয়া। রাশিয়ার বিরুদ্ধে হিংসাকে উসকানি দেওয়া হচ্ছে এই অভিযোগ পাশ্চাত্যের একাধিক সোশ্য়াল মিডিয়া প্লাটফর্মকে নিষিদ্ধ করা শুরু করে।