RSS on Caste based Census: জাতিভিত্তিক জনগণনায় ‘অত্যন্ত গুরুত্ব’ দেওয়ার পক্ষে সায় আরএসএস-র, রয়েছে একটি শর্তও
1 মিনিটে পড়ুন Updated: 03 Sep 2024, 12:30 PM ISTভোট রাজনীতি থেকে দূরে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ জাতিভিত্তিক জনগণনার সপক্ষে আরএসএস।
ভোট রাজনীতি থেকে দূরে ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ জাতিভিত্তিক জনগণনার সপক্ষে আরএসএস।
এবার জাতিভিত্তিক জনগণনার সপক্ষে জোরালো বার্তা দিল রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘ। উল্লেখ্য, এই জাতিভিত্তিক জনগণনা নিয়ে কংগ্রেস সহ ইন্ডি জোটের বহু বিরোধী দল ইতিমধ্যেই সরব হয়েছে। লোকসভা ভোটে কংগ্রেসের ইস্তেহারেও জাতিভিত্তিক জনগণনা নিয়ে সরব হন রাহুলরা। এই প্রেক্ষাপটে, গেরুয়া পক্ষের আরএসএস-র তরফেও এবার এল জাতিভিত্তিক জনগণনার সপক্ষে বার্তা। তবে এই নিয়ে রাজনীতিকরণকে দূরে রাখার বার্তা দিয়েছে আরএসএস।
আরএসএস-এর তরফে অখিল ভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেদকর বলেন, হিন্দু সমাজে এটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। এটিকে গুরুত্বের সঙ্গে দেখার বার্তা দেন তিনি। সদ্য আরএসএস আয়োজিত এক সমন্বয় বৈঠকে মিডিয়ার নানান প্রশ্নের জবাব দিচ্ছিলেন সুনীল আম্বেদকর। সেই সময়ই জাতিভিত্তিক জনগণনা নিয়ে তিনি বলেন, ‘আমাদের হিন্দু সমাজে আমাদের জাত-পাতের ইস্যু একটি স্পর্শকাতর বিষয় রয়েছে। অবশ্যই, এটি আমাদের জাতীয় ঐক্য ও অখণ্ডতার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটাকে খুব গুরুত্ব সহকারে দেখা উচিত, নির্বাচনী প্রচার বা নির্বাচনী অনুশীলন বা রাজনীতির ভিত্তিতে নয়।’ তিনি বলেন,'আরএসএসের অভিমত যে সমস্ত কল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য রয়েছে।' তিনি বলেন, বিশেষ করে যখন একটি নির্দিষ্ট সম্প্রদায় বা বর্ণকে সম্বোধন করা হচ্ছে, যার ওপর বিশেষ নজর প্রয়োজন, তখন সরকারের সংখ্যা জানাও প্রয়োজন। তাঁর সাফ বার্তা এই নীতি প্রণয়নে সতর্কতা প্রয়োজন, তবে এই ইস্যুতে যেন রাজনৈতিক হাতিয়ার না করা হয়। উল্লেখ্য, কেরলের পলক্কড়ে ছিল তিনদিনের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। তার শেষদিনে মুখ খোলেন আম্বেদকর।
এদিকে, জাতিভিত্তিক জনগণনা নিয়ে বহু দিন ধরেই সরব কংগ্রেস সহ রাহুল গান্ধী। জাতি ও উপজাতি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার গণনা করার জন্য দেশব্যাপী একটি আর্থ-সামাজিক ও বর্ণ শুমারি করার প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেস। লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী জাতিভিত্তিক জনগণনার দাবি করে আসছেন বহুদিন ধরে। তাঁর দাবি, ভারতের জনসংখ্যার ৯০ শতাংশই সিস্টেমের অংশ নয়। এই ইস্যুটি তুলে লোকসভার ভোট প্রচারপর্বে সরব হন রাহুল। তারপর থেকে এখনও পর্যন্ত জাতিভিত্তিক জনগণনা নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস।