কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হবে বিহারে। সেই আবহে বিহার জয়ে মরিয়া বিজেপি বাজেটে একের পর ঘোষণা করেছে সেই রাজ্যের জন্যে। এদিকে আর মাত্র কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। সেই দিল্লির জন্যে এবারের কেন্দ্রীয় বাজেটে কত টাকা বরাদ্দ করা হল? রিপোর্ট অনুযায়ী, এবারের বাজেটে সার্বিক ভাবে দিল্লির জন্যে বরাদ্দ অর্থের পরিমাণ বাড়েনি। জানা গিয়েছে, কেন্দ্রীয় বাজেটে এবার দিল্লির জন্যে বরাদ্দ ৯৫১ কোটি টাকা। এর আগের বছরও এই পরিমাণ অর্থই বরাদ্দ করা হয়েছিল দিল্লির জন্যে। শুধু গতবছরই নয়, গত তিন বছর ধরেই বাজেট থেকে এই একই পরিমাণ অর্থ জুটছে দিল্লির কপালে। (আরও পড়ুন: নির্দেশ এল স্পিকারের... সংসদে পেশ হবে ওয়াকফ যৌথ কমিটির রিপোর্ট এবং যাবতীয় প্রমাণ)
আরও পড়ুন: ইউনুসের বাংলাদেশের জন্যে বাজেটে কত বরাদ্দ ভারতের? গতবারের তুলনায় বাড়ল না কমল?
তবে এই সবের মাঝেই ছন্দ্রওয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্যে কেন্দ্রীয় সাহায্যের পরিমাণ বাড়িয়ে ৩৮০ কোটি টাকা করা হয়েছে। এর আগে গতবছর এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২৮০ কোটি টাকা। এর অর্থ, এই অর্থবর্ষে দিল্লির এই প্রকল্পের জন্যে কেন্দ্রীয় বাজেটে বরাদ্দ বেড়েছে ১০০ কোটি টাকা। উল্লেখ্য, ছন্দ্রওয়াল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি দিল্লির সবথেকে পুরনো জল বিশুদ্ধিকরণ কেন্দ্র। ১৯৩৫ সালে স্থাপন করা হয়েছিল এটিকে। সাম্প্রতিক সময়ে দিল্লিতে পানীয় জলের ঘাটতি দেখা দিয়েছে। এই আবহে ২০১৯ সালে ছন্দ্রওয়ালেই আরও একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দিল্লি জল বোর্ডের তরফ থেকে। এই প্ল্যান্টের কাজ প্রায় ৮০ শতাংশ সমাপ্ত হয়েছে বলে জানা গিয়েছে। এই চলতি বছরেই ছন্দ্রওয়লের নয়া ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটি চালু হয়ে যেতে পারে বলে আশা করা হচ্ছে। (আরও পড়ুন: যেমন কথা, তেমন কাজ! শুল্ক বৃদ্ধি করলেন ট্রাম্প, মাথায় হত কোন কোন দেশের?)
এদিকে এই অর্থবর্ষের বাজেটে দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের জন্যে আলাদা করে কোনও অর্থ বরাদ্দ করা হয়নি বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, এবারের বাজেটে দেশের সব মেট্রো প্রকল্পগুলির জন্যে সম্মিলিত ভাবে ৩১,২৩৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্তমানে ডিএমআরসি তাদের ফেজ ৪-এর ওপর কাজ করছে। বর্তমানে দিল্লি মেট্রো নেটওয়ার্ক দেশের মধ্যে সবচেয়ে বড়।
এদিকে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন ট্রান্সপোর্ট কর্পোরেশনের জন্য এবারের বাজেটে বরাদ্দ করা হয়েছে ২৯১৮ কোটি টাকা। গতবঠর এই বরাদ্দের পরিমাণ ছিল ৩৮৫৫ কোটি টাকা। রিজিওনাল ব়্যাপিড ট্রান্সিট সিস্টেম নির্মাণের জন্যে এই বরাদ্দ করা হয়েছে। বর্তমানে রিজিওনাল ব়্যাপিড ট্রান্সিট সিস্টেমের সবচেয়ে বড় স্টেশন তৈরির কাজ চলছে সরাই কালে খানে। ২০২৫ সালের মে মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।