উদ্বোধনের আগেই একদিনের বৃষ্টিতে তলিয়ে গেল রাজ্য মহাসড়ক। আর এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মরুরাজ্যে। গ্রামের মানুষদের যাতায়াতের সুবিধার জন্য রাজস্থানের ঝুনঝুনু জেলার বাঘুলি ও জাহাজ গ্রামে তৈরি করা হয়েছিল নতুন রাস্তা। উদ্দেশ্য ছিল দুই গ্রামকে যুক্ত করা হবে জাতীয় সড়ক ৫২-র সঙ্গে। কিন্তু উদ্বোধনের আগেই সেই সড়কের একটি বড় অংশ ভেঙে পড়ল কাটলি নদীতে। (আরও পড়ুন: গুজরাটে মাঝখান গিয়ে ভেঙে পড়ল একটি সেতু, নদীতে পড়ল বহু গাড়ি, মৃত একাধিক)
জানা গিয়েছে, রবিবারের টানা বৃষ্টিতে কাটলি নদীর জলস্তর বেড়ে গিয়েছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, ওই এলাকায় একদিনেই ৮৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার জেরেই মৌসুমি নদী কাটলি জেগে ওঠে। প্রবল স্রোতের ধাক্কা সহ্য করতে না পেরে নতুন রাজ্য সড়কের একটা বড় অংশ ভেঙে গিয়ে পড়ে নদীতে।এই সড়কটি তৈরি হয়েছিল মাত্র ৬ মাস আগে। এখনও উদ্বোধন পর্যন্ত হয়নি। একদিনের বৃষ্টিতেই ভেসে গেল সেই পরিকাঠামো।কাটলি নদী এই অঞ্চলের একটি মৌসুমি নদী। বৃষ্টির সময় জল বাড়ে, শুকনো সময়ে থাকে শান্ত। কিন্তু সাম্প্রতিক বছরে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে যার প্রধান কারণ অবৈধ দখল, বালি ও পাথর তোলা।রাজ্য প্রশাসন এই অনিয়ম থামাতে অভিযান চালালেও সমস্যা পুরোপুরি মেটেনি। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের বেহাল অবস্থায় নদী যেদিকে ইচ্ছা গতি বদলাতে পারে, আর সেই পথেই পড়ে গিয়েছিল নতুন রাস্তার একটি বড় অংশ। (আরও পড়ুন: ওষুধে ২০০%, তামার উপর ৫০% শুল্ক চাপালেন ট্রাম্প, কী প্রভাব পড়বে ভারতের ওপর?)
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে কোনও রাফাল ভেঙে পড়ার কথা কি বলেছেন CEO? এবার নয়া দাবি করল দাসোঁ
আরও পড়ুন: পাক-চিনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, কী বলছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ?
এদিকে, পাকা রাস্তা ভেঙে পড়ার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাস্তা তলিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পার্শ্ববর্তী বাঘুলি এবং জাহাজ গ্রামের বাসিন্দারা ছুটে এসেছিল। তারা নিজেরা ভিডিও করে তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। এক ভিডিওতে দেখা গেছে, রাস্তার সঙ্গে সঙ্গে পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিও স্রোতের ধাক্কায় জলে পড়ে যায়।এরপরেই রাস্তার গুণমান নিয়ে এখন প্রশ্ন উঠছে সর্বত্র। স্থানীয়দের দাবি, নির্মাণে খরচ হয়েছে সরকারি টাকা, কিন্তু কাজে ব্যবহৃত হয়েছে নিম্নমানের উপাদান। সড়কটি ছিল একেবারে দুর্বল, মাটি আর রঙের মোড়কে ঢাকা।অন্যদিকে, এই ঘটনার পর রাজ্যের জনপথ দফতরের তরফে একটি দল ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে। তারা খতিয়ে দেখবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটল, এবং নির্মাণে কোনও গাফিলতি ছিল কি না।