সদ্য আমেরিকা সফরে গিয়ে টেসলার প্রধান ইলন মাস্কের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সাক্ষাতে টেসলাকর্তার সঙ্গে ছিল তাঁর পরিবারও। এদিকে, মোদী-মাস্কের সাক্ষাতের পরই সদ্য ভারতে নিয়োগ শুরু করে দিয়েছে টেসলা। তারই মধ্যে এক রিপোর্টে উঠে আসা তথ্য ঘিরে জল্পনা শুরু হয়েছে,যে ভারতে প্রথম কোথায় শো-রুম খুলতে পারে ইলন মাস্কের সংস্থা টেসলা?
সূত্র উল্লেখ করে রয়টার্সের রিপোর্ট বলছে, ভারতে তাদের প্রথম শো রুমের জন্য জায়গা খুঁজেছে টেসলা। রিপোর্টের দাবি, গত বছর থেকেই এজন্য জায়গা খুঁজছে টেসলা। বিশ্বের তৃতীয় বৃহত্তম অটো মার্কেটে বাণিজ্য জোরদার করতে টেসলার এই উদ্যোগ। এর আগে, এই উদ্যোগ ২০২২ সালে খানিকটা থমকে ছিল। তারপর আবার এই উদ্যোগ শুরু হয়। এর আগে, স্পেস, প্রযুক্তি সহ একাধিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয় টেসলা প্রধান ইলন মাস্কের।
( Kendra Trikon yog: ২১ ফেব্রুয়ারি থেকে কুম্ভ সহ ৩ রাশির ভাগ্যে তুমুল উন্নতির যোগ! তৈরি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ যোগ)
( Touhid on Sheikh Hasina: হাসিনার ওপর ভারত অন্তত ‘বিধি নিষেধ আরোপ করতে পারে’, আশা বাংলাদেশের ইউনুস সরকারের উপদেষ্টার)
টেসলা ভারতে কোথায় স্থান নির্বাচন করেছে?
টেসলা একটি শোরুমের জন্য নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (আইজিআই) কাছে অ্যারোসিটি এলাকায় ইজারা দেওয়ার জন্য স্থান বেছে নিয়েছে, বলে রয়টার্সের রিপোর্টে উল্লেখ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ২ জনকে উল্লেখ করে এই তথ্য রিপোর্টে তুলে ধরেছে। দিল্লির অ্যারোসিটি এলাকায় সারিবদ্ধভাবে দেখা যায় হোটেল, রিটেল আউটলেট, এবং গ্লোবাল কর্পোরেশন। এছাড়াও রিপোর্টে উল্লেখ করা হয় মুম্বইতেও সম্ভবত শোরুম খুলতে চলেছে টেসলা। সেক্ষেত্রে,মুম্বই বিমানবন্দরের কাছে বান্দ্রা কুরলা কমপ্লেক্সের কাছের এক জায়গা টেসলা পছন্দ করেছে বলে খবর। জানা যাচ্ছে, দিল্লি ও মুম্বইয়ের শোরুমের জায়গা ৫ হাজার স্কোয়ারফুটের কাছাকাছি হবে। একথা জানিয়েছে রয়টার্সের সূত্র। জানা যাচ্ছে, এই দুই এলাকা শুধুমাত্র শোরুমের জন্য, কোনও সার্ভিস সেন্টারের জন্য ডিল হয়নি বলে খবর।