শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর। সেই তারিখ আর পিছোয়নি আরবিআই (locker agreement last date)। তাই এবার ফ্যাসাদে পড়তে পারেন অনেক গ্রাহকরা। বর্তমানে কী পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন ব্যাঙ্ক? তার একটি হিসেবও মিলেছে। মোটের উপর ১০ থেকে ২০ শতাংশ গ্রাহক এখনও নতুন এগ্রিমেন্টে সই করেননি। যার ফলে তাঁরা সমস্যায় পড়বেন বলেই আশঙ্কা করা হচ্ছে।
(আরও পড়ুন: ১০০ বিলিয়ন ডলার ‘ক্লাবে’ বিশ্বের প্রথম নারী তিনি! চমকে দেবে ফ্রাঁঙ্কোয়িসের পরিচয়)
- কোন ব্যাঙ্কে কত শতাংশ বাকি
একটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইন্ডিয়ান ব্যাঙ্ক ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের লকার চুক্তি ডিজিটালি সই করানোর ব্যবস্থা করেছে। এতে ই-স্ট্য়াম্প ও ই-সাইনের ব্যবস্থা থাকছে। তবে অনলাইন ব্যবস্থা কিছু সমস্যা হচ্ছে বলেও দাবি করা হচ্ছে।
অন্যদিকে ইউনিয়ন ব্যাঙ্কের এক মুখপাত্রের দাবি, তাদের ব্যাঙ্কের ৮০ শতাংশ গ্রাহক আরবিআই-এর নতুন লকার এগ্রিমেন্টে সই করে নিয়েছে। যদিও ব্যাঙ্কে এর জন্য কোনও ডিজিটাল ব্যবস্থা রাখা হয়নি। অন্যদিকে কানাড়া ব্যাঙ্কের দাবি, তাদের ৯০ শতাংশ গ্রাহক এই এগ্রিমেন্ট সই করেছেন। পাশাপাশি ব্যাঙ্ক অব বরোদার ৮১ শতাংশ গ্রাহকরা এটি সই করেছেন বলে জানা গিয়েছে।
(আরও পড়ুন: ফের বাড়ল তেলের দাম! লোহিত সাগরের ভয় কাটলেও বাজারে যুদ্ধের জের)